Bhojpuri: ‘মিঠা মিঠা বাথে কামারিয়া’-তে ডিম্পল সিয়ের সাথে চরম রোমান্স করলেন পবন সিং, দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিমুহূর্তে ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও। বিশেষ করে ভারতীয় যুবতীদের ডান্সের ভিডিওগুলি আকর্ষণ সৃষ্টি করছে নেটিজেনদের কাছে। মূলত, সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতার কারণে অনেকেই স্বল্প সময়ে খ্যাতি অর্জনের জন্য বেছে নিচ্ছেন এই রাস্তাটি। শুধুমাত্র সংবাদ শিরোনামে থাকার জন্য নয়, বর্তমানে সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে নেটিজেনদের উপার্জনের নতুন রাস্তা। ফলশ্রুতি, ছেলে থেকে বুড়ো প্রত্যেকেই নাম লিখিয়েছেন ভাইরাল হওয়ার প্রতিযোগিতায়।

এই মুহূর্তে যদি আপনি একাকীত্ব অনুভব করেন, তবে এক্ষুনি ইউটিউবে গিয়ে দেখে আসুন আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি। সম্প্রতি মিডিয়া পাড়ায় একটি ভোজপুরি ডান্সের ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে। যা আপনার একাকীত্ব ভাব দূর করতে সাহায্য করবে। আপনার নিশ্চয়ই জানেন, ভোজপুরি গান মানেই অভিনেত্রীদের চরম সাহসিকতা। প্রতিটি গানই উষ্ণ রমেন্সের ভরপুর। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা আসলে সবার প্রথমে যে জুটির নাম উঠে আসে সেটি হল আম্রপালি এবং নিরহুয়া। তবে বিগত কয়েক বছরে চিত্রটা বেশ পরিবর্তন হয়েছে।

আম্রপালি এবং নিরহুয়া জুটির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন পবন সিং, অঞ্জনা সিং, খেসারী লাল যাদব সহ মোনালিসার মত সেলিব্রেটিরা। আমরা আপনাদের বলি, বর্তমানে সোশ্যাল মিডিয়া মাধ্যম তথা ইউটিউবে ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা পবন সিং-এর একটি ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে। যে ভিডিওটিতে তাকে সেক্সি অভিনেত্রী ডিম্পল সিয়ের সাথে চরম রোমান্স করতে দেখা গেছে। ভিডিওর শুরুতে দেখা যায় ডিম্পল সিং তার প্রেমিকার অপেক্ষায় বসে আছেন এবং একটু রেগে আছেন। কিছুক্ষণ পর, পবন সিং আসে এবং ডিম্পল তাকে দেখে রেগে যেতে থাকে। তবে কিছুক্ষণ পর পবন সিং নিজের কলাকৌশলের মাধ্যমে ডিম্পল সিং কে রোমান্স করতে বাধ্য করেন। দেখুন ভিডিও-