বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করে পছন্দমতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ অন্যতম।
উল্লেখ্য, বর্তমানে দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেজায় পছন্দ করেন। রীতিমতো উপভোগ করেন প্রতিটি দৃশ্য। ‘উল্লু’ তার দর্শকদের জন্য একের পর এক নিয়ে এসেছে বোল্ড ওয়েব সিরিজ, যা একা দেখলেও লাজ্জা লেগে যায় নিজেরই। সম্প্রতি উল্লুর তেমনই আরো একটি বোল্ড সিরিজের কথা উঠে এসেছে তার একাধিক বোল্ড ঝলকের সূত্র ধরেই। এই মুহূর্তে সেই সিরিজের অফিসিয়াল ট্রেলার পুনরায় ভাইরাল হতেই মিডিয়ার পাতায় চর্চিত সিরিজটি।
সিরিজের গল্প অনুযায়ী, প্রাযুক্তা অর্থাৎ লতা তাদের গ্রামের পোস্টমাস্টারের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। আর সেই নিয়েই চর্চা চলতে থাকে গ্রামের মধ্যে। পরে গল্পে দেখা মেলে রিঙ্কুর। উনি সিরিজে একটি পতিতালয়ের মালকিন হয়েছিলেন। এই চরিত্রগুলো নিয়েই এগোবে গল্প। শেষপর্যন্ত গল্প কোথায় গিয়ে দাঁড়ায়! সেকথা জানতে দেখতে হবে গোটা সিরিজটি।
সম্প্রতি উল্লুর ‘পত্র পেটিকা’ নিজের সাহসী দৃশ্যের সূত্র ধরেই উঠে এসেছে চর্চায়। গতবছর মার্চ মাসের শেষের দিকেই মুক্তি পেয়েছিল এই সিরিজ। বর্তমানে যা দেখে ফেলেছেন বহু দর্শকরাই। এই সিরিজে রিঙ্কু ঘোষ নিজের অভিনয়ের সূত্র ধরেই নজর কেড়েছিলেন একাংশের। পাশাপাশি নজর কেড়েছিলেন শ্বেতা ঘোষও। রিঙ্কু এই সিরিজে একাধিক সাহসী দৃশ্যে করেছিলেন অভিনয়। উল্লেখ্য সিরিজ ছাড়াও ‘টিঙ্কু কি সুহাগরাত’, ‘গাছি’র মতো একাধিক সিরিজে অভিনয় করেছেন তিনি। আপাতত, ‘পত্র পেটিকা’র সূত্র ধরেই একাংশের মাঝে তুমুল চর্চায় সিরিজের কলাকুশলীরা।