দেশনিউজরাজ্য

Vande Bharat: হাওড়া থেকে চালু হচ্ছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস, কত হবে ভাড়া?

এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলের পূর্ব শাখার নবতম সংযোজন হতে চলেছে

Advertisement
Advertisement

এবার পশ্চিমবঙ্গ পেতে চলেছে তার চতুর্থ বন্দে ভারতে এক্সপ্রেস ট্রেন। আগস্ট মাসেই আসতে চলেছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পশ্চিমবঙ্গের জন্য। এই বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পরিষেবা দেবে বলেই জানাচ্ছে ভারতীয় রেলওয়ে। এর আগে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি এবং হাওড়া থেকে পুরী এই তিনটে রুটে বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা শুরু করেছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে বিহারের রাজধানী পাটনা পর্যন্ত যাবে।

Advertisement
Advertisement

পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত হবে তা নিয়ে এখনো পর্যন্ত ভারতীয় রেলওয়ে কিছু না জানালেও, দূরত্ব দেখে মনে করা হচ্ছে এই ট্রেনের ভাড়া এসি এক্সিকিউটিভ চেয়ারকার-এর জন্য হবে ২৬৫০ টাকা। অন্যদিকে এসি সাধারণ চেয়ার কারের জন্য ভাড়া হবে ১৪৫০ টাকা। এই টিকিটের দামে যাত্রীদের জন্য অতিরিক্ত খাবার সরবরাহ করা হবে বলে জানা যাচ্ছে।

Advertisement

ভারতীয় রেলের একজন কর্মকর্তা বলেছেন যে ভারতীয় রেলের হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন শুরু করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। ট্রেনের সময় এবং ভাড়া নিয়ে ইতিমধ্যেই চিন্তা ভাবনা চলছে। ট্রেনের ট্র্যাক নিয়ে কাজ করছে রেল। অন্যদিকে আসানসোল হাওড়া এবং পাটনা অঞ্চলের ট্রেনের লাইন আরো উন্নত করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

Advertisement
Advertisement

পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মোট ৫৩৫ কিলোমিটার পথ অতিক্রম করবে বলে জানা যাচ্ছে এবং এই পথ যেতে ট্রেনটির ৭ ঘন্টা মত সময় লাগবে। তবে এই সময়ের মধ্যে যাত্রা সম্পূর্ণ করতে ট্রেনের ৯০ কিলোমিটার থেকে ১১০ কিলোমিটার গড় গতি থাকতে হবে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সর্বাধিক ১৬০ কিলোমিটার গতিবেগ যেতে সক্ষম হলেও অত গতিবেগে কোন রুটে ট্রেন চালানো সম্ভব নয়। পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে আসানসোল এবং জসিডি স্টেশনে এই ট্রেন দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button