বলিউডবিনোদন

রাজি ছিল না বাবা-মা, আইটেম সঙে নেচেছিলেন অভিনেত্রী শেফালি, দেখুন সেই জনপ্রিয় ভিডিও

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে: ইতিহাস সাক্ষী আছে এমন অনেক বলিউড আইটেম গানের, যার মূল ভার্সনটি তথাকথিত হিট না করলেও পরবর্তীকালে সেই গানটিই রিমিক্স করে পরিবেশন করার পর যথেষ্ট সুপারহিট হয়েছে সেই সৃষ্টি। এমনই একটি জনপ্রিয় আইটেম গান হল ‘কাঁটা লাগা’। গানটির মূল ভার্সনটি ১৯৭২ সালে ‘সমাধি’ ছবিতে ব্যবহৃত হয়। গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকার। এই গানটিই ২০০২ সালে অন্যরূপে রিমিক্স ভার্সনে মুক্তি পেয়ে রীতিমতো শরগোল ফেলে দেয় গোটা দেশে, যথেষ্ট সুপারহিট হয় এই গান।

Advertisement
Advertisement

‘কাঁটা লাগা’ রিমিক্স ভার্সনটির জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছুই বলার অপেক্ষা রাখে না। তবে আইটেম গানটিতে নেচে এই ভার্সনটির মাধুর্য আরও কয়েকগুন বাড়িয়ে তুলেছিলেন তৎকালীন আইটেম গার্ল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা। এই বড়সড় সাফল্যপ্রাপ্তির পিছনে তার অবদান যথেষ্ট। তবে এই গানের জন্য পারিশ্রমিক হিসেবে কত টাকা পেয়েছিলেন তিনি, তা শুনলে চমকে যাবেন আপনিও।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালি জানান, তিনি তখন ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন সেই সময় পরিচালক রাধিকা রাও ও বিনয় সাপরুর নজরে পড়ে যান তিনি। পরিচালকদ্বয় তাকে এই মিউজিক ভিডিওটির অফার দেন এবং পরবর্তীতে ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবেই ইন্ডাস্ট্রিতে পরিচিতি পান শেফালি। তিনি আরও জানান, এসবে তার বাবার তীব্র আপত্তি ছিল। শেফালি বলেন, “ পড়াশোনার পরিবার থেকে আমি এসেছি। সেই সময় কলেজে পড়ছি। বাবা মা বলেছেন পড়াশোনায় মন রাখতে। কিন্তু সেই সময় এল অফার। তাও আবার টাকাও পাব। সেই সময় গানটি শ্যুট করে সাত হাজার টাকা পেয়েছিলাম। আমি আসলে নিজেকে টিভিতে দেখতে চাইছিলাম।”

Advertisement
Advertisement

সাত হাজার পারিশ্রমিক পাওয়া ওই গানের দৌলতেই তার জীবন বদলে গিয়েছিল রাতারাতি। এরপর বিভিন্ন রিয়্যালিটি শো তেও তাকে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছে। স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে ‘নাচ বালিয়ে’ সিজন ৫ এ অংশগ্রহন করেছিলেন তিনি। এছাড়াও জনপ্রিয় শো ‘বিগ বস’ এর শেষ সিজনটিতে ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি করেন এবং যথেষ্ট লাইমলাইট ছিনিয়ে নেন শেফালি জরিওয়ালা।

Advertisement

Related Articles

Back to top button