নিউজদেশ

PAN Card: বড় নির্দেশ সরকারের! প্যান কার্ডের কারণে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে, আগে থাকতেই হোন সাবধান

আইন অনুযায়ী দেশে কাউকে ডুপ্লিকেট বা একাধিক প্যান কার্ড রাখার অনুমতি দেওয়া হয়নি

Advertisement
Advertisement

আজকালকার দিনে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল কাজকর্মের জন্য মাঝে মাঝেই দরকার পড়ে প্যান কার্ডের। আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি যেকোনো সময় গুরুত্বপূর্ণ কাজের মাঝখানে আটকে যেতে পারেন। তবে মোটামুটি আজকাল সকলেই নিজের প্যান কার্ড বানিয়ে নিয়েছেন। সরকার জনগণের ট্যাক্স আদায় নির্ধারণ করতে PAN কার্ড বিবরণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করে। যাইহোক, প্যান কার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়েরও যত্ন নেওয়া উচিত, অন্যথায় জরিমানাও করা হতে পারে। এই বিষয় অবশ্যই সকলের জানা উচিত যাদের কাছে প্যান কার্ড রয়েছে।

Advertisement
Advertisement

প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সকলের জানা উচিত যে আইনের মাধ্যমে দেশে কাউকে ডুপ্লিকেট বা একাধিক প্যান কার্ড রাখার অনুমতি দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তির একাধিক বা ডুপ্লিকেট প্যান কার্ড থাকে, তবে তাঁকে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হবে। আসলে, ডবল আবেদনের কারণে অনেক সময় প্যান কার্ড দুবার জারি করা যেতে পারে। তবে ধরা পড়লে মানুষকে অনেক অসুবিধায় পড়তে হতে পারে। কিছু ব্যক্তি আইটি বিভাগ থেকে কার্ডটি পেয়ে থাকতে পারেন আবার অন্যরা হয়তো এজেন্সির কাছ থেকে পেয়েছেন যাদের কাছে কাজটি আউটসোর্স করা হয়েছিল।

Advertisement

এমন পরিস্থিতিতে মানুষকে তাদের একটি প্যান কার্ড বাতিল করতে হবে। কিছু লোক সরকারকে প্রতারণা বা অর্থ বাঁচানোর উদ্দেশ্যে একাধিক প্যানের জন্য আবেদন করতে পারেন। এই একাধিক প্যান কার্ড রাখা আইনত অপরাধ। সরকার যদি আপনার কাছে একাধিক প্যান কার্ড ধরতে পারে তাহলে আয়কর আইনের ২৭২বি ধারা অনুসারে শাস্তি দেওয়া হবে। সোজা কথায় বলতে গেলে আপনার কাছে একাধিক প্যান কার্ড বা ডুপ্লিকেট প্যান কার্ড থাকলে সরকার আপনাকে ১০ হাজার টাকা জরিমানা করতে পারে। সুতরাং যাদের প্যান কার্ড রয়েছে তারা এই বিষয় থেকে অবশ্যই সাবধান থাকবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button