OTT প্ল্যাটফর্মের সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, দিনে-দুপুরে ঘাম ঝরাবে আপনার (Watch Video)

বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করেই পছন্দমতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক…

Avatar

বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করেই পছন্দমতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ অন্যতম।

উল্লেখ্য, বর্তমানে দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেশ পছন্দ করেন। রীতিমতো উপভোগ করেন প্রতিটি দৃশ্য। ‘উল্লু’ তার দর্শকদের জন্য একের পর এক নিয়ে এসেছে বোল্ড ওয়েব সিরিজ, যা একা দেখলেও লাজ্জা লেগে যায় নিজেরই। সম্প্রতি উল্লুর তেমনই আরো একটি বোল্ড সিরিজের কথা উঠে এসেছে তার একাধিক বোল্ড ঝলকের সূত্র ধরেই। এই মুহূর্তে সেই সিরিজেরই অফিসিয়াল ট্রেলার পুনরায় ভাইরাল হয়েছে মিডিয়ার পাতায়। আর এই মুহূর্তে সেই সূত্র ধরেই দর্শকমহলের একাংশের মাঝে পুনরায় চর্চিত সিরিজটি।

পালাঙ্গ তোড় সিসকিয়ান উল্লুর বোল্ড সিরিজগুলির মধ্যে অন্যতম। এই সিরিজের মোট দুটি সিজন বর্তমান, যা সমানতালে দর্শকমহলের মনের তাপমাত্রা বাড়াতে সক্ষম। গোটা সিরিজটি শশুর ও বৌমার শারীরিক সম্পর্ককে কেন্দ্র করেই তৈরি হয়েছে। এক্ষেত্রে শশুরের সাথে ধীরে ধীরে ঘটনাচক্রে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে বাড়ির বৌমা। আর সেটিকে কেন্দ্র করেই এগিয়েছে গোটা গল্পটি। বলাই বাহুল্য, এই সিরিজের প্রতিটি দৃশ্যই চূড়ান্ত বোল্ডনেসের ছাপ রেখেছে, যা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। উল্লেখ্য, এই সিরিজে নুর মালবিকা ও তারকেশ চৌহান একে অপরের বিপরীতে চূড়ান্ত সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। অবশ্য একথা মানছেন এই সিরিজের একচেটিয়া দর্শকরাও।