আন্তর্জাতিকনিউজ

ধর্ষণ রুখতে নয়া আইন জারি করল পাকিস্তান

Advertisement
Advertisement

লাহৌর: নিত্যদিন চারপাশে বেড়ে চলেছে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনা। পাকিস্তানের চিত্রটাও আলাদা নয়। সেখানে বিশেষত সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনা রোজকার খবর হয়ে গেছে। সেই কারণেই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রুখতে রাসায়নিক প্রক্রিয়ায় ধর্ষকদের লিঙ্গচ্ছেদের আইন প্রণয়ন অনুমোদন দিল পাকিস্তান।

Advertisement
Advertisement

তথ্যসূত্রে খবর, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এমনই আইন প্রণয়ন অনুমোদন দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সরকার। পাশাপাশি যৌননিগ্রহ মামলায় দ্রুত শুনানি আইনও প্রণয়ন অনুমোদন দিলেন তিনি। এমনকি ইমরান খানের ক্যাবিনেটের অনেকেই ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি তোলেন।

Advertisement

পাক আইনসভার সদস্য ফয়জল জাভেদ খান বলেন, শীঘ্রই লিঙ্গচ্ছেদ সংক্রান্ত এই বিলটি পার্লামেন্টে পেশ করা হবে। তবে বলা বাহুল্য, ইমরান খান এই প্রস্তাব দিলেও এখনও পাক সরকার সরকারিভাবে কিছু ঘোষণা করেনি ।

Advertisement
Advertisement

ইমরান খান বলেছেন, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের কর্তব্য আর সেই ব্যাপারে কোনও গাফিলতি তিনি বরদাস্ত করবেন না। তিনি আরও জানান, আইন দ্রুত পাস হয়ে কড়াভাবে প্রয়োগ করা হবে। নির্যাতিতারা নির্ভয়ে অভিযোগ দায়ের করতে পারেন। তাঁর এবং তাঁর পরিবারের সুরক্ষা ও পরিচয় গোপন রাখার দায়িত্ব সরকারের। তবে উল্লেখ্য, দেশে ফ্রড কেসের রিপোর্টও কম নেই। মহিলারা অনেক সময়ই মিথ্যে অভিযোগে দায়ের করেন। এরপরেও এই আইন সিলমোহর পেলে কতটা কার্যকরী হওয়া সম্ভব সেই বিষয় প্রশ্ন উঠছে নানা মহলে।

Advertisement

Related Articles

Back to top button