বলিউডবিনোদন

রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈত্রিক ভিটের দাম ধার্য করল পাকিস্তান

Advertisement
Advertisement

বলিউড সিনেমার পথিকৃৎ হলেন রাজ কাপুর। হিন্দি সিনেমার ১০০ বছরের ইতিহাসে কাপুর পরিবার তথা রাজ কাপুরের ভূমিকা অনস্বীকার্য। বলিউডের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে রাজ কাপুরের নাম। অন্যদিকে তিনি বলিউডের পথিকৃৎ হলে সিনেপ্রেমীদের আরও এক যুগান্তকারী সৃষ্টি উপহার দিয়ে এসেছেন বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। হিন্দি সিনেমার স্বর্ণযুগে এই দুই অভিনেতার অভিনয় এবং দক্ষতা দুটোই থেকে যাবে আজীবন। আর এবার এই দুই অভিনেতার পিতৃ পুরুষের ভিটে নিলামে উঠতে চলেছে। রাজ কাপুর এবং দিলীপ কুমার দুজনেরই পৈত্রিক ভিটে পাকিস্তানের মাটিতে অবস্থিত। সেখানে রাজ কাপুর এবং দিলীপ কুমারের জন্ম ও বড় হয়ে ওঠা। তারপর দেশভাগের সময় রাজ কাপুর এবং দিলীপ কুমারের পরিবার এ দেশে চলে আসেন। কিন্তু আজও রয়ে গিয়েছে পাকিস্তানে এই দুই অভিনেতার জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে তাই সেটিকে কিনে নেওয়ার জন্য দাম ধার্য করল পাকিস্তান সরকার।

Advertisement
Advertisement

রাজ কাপুরের ভিটের জন্য খাইবার পাখতুনখোয়া প্রশাসন দাম ধার্য করেছে ১ কোটি ৫০ লক্ষ টাকা। অন্যদিকে দিলীপ কুমারের ভিটের জন্য দাম ধার্য করা হয়েছে ৮০ লক্ষ ৫৬ হাজার টাকা। জানা গিয়েছে, রাজ কাপুরের বাড়িটি ছয় মহল্লার। আর দিলীপ কুমারের বাড়ি চার মহল্লার। বাড়ির অবস্থা ভীষণ সংকীর্ণ। তাই আপাতত এই বাড়িটিকে জাতীয় ঐতিহ্য বলে মনে করা হয়। এখন দাম ধার্য করার পর কে বা কারা এই দুটি ঐতিহাসিক বাড়ি তথা হাভেলি কিনবেন, সেটাই দেখার।

Advertisement

প্রসঙ্গত, পৃথ্বীরাজ কাপুরের বাবা বাসেস্বরনাথ কাপুর এই হাভেলি তৈরি করেছিলেন। সেখানেই জন্মগ্রহণ করেন পৃথ্বীরাজ কাপুর এবং পরবর্তী সময়ে তার ছেলে রাজ্ কাপুর। রাজ কাপুরের পৈত্রিক ভিটে থেকে দিলীপ কুমারের পৈত্রিক ভিটে বেশি দূরে নয়। এখন এই দুটি বাড়ির ভবিষ্যৎ কী, সেটাই দেখার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button