ভাইরাল & ভিডিও

Viral: ‘কাঁচা বাদাম’এর পর এবার ‘পাকা আঙুর’ গান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

গতবছর থেকেই বীরভূমের ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। গান গেয়ে অভিনব পদ্ধতিতে ‘কাঁচা বাদাম’ বিক্রি করার জন্যই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন ভুবনবাবু। বর্তমানে তার গান পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারে। এই মুহূর্তে তার ‘কাঁচা বাদাম’ গানে মেতে উঠেছে দেশ-বিদেশের নেটনাগরিকরা। এখন বলতে গেলে ভুবনবাবু একাধিক গানের রেকর্ডিং করে ফেলেছেন। বম্বেতেও পৌঁছে গিয়েছেন গানের রেকর্ডিংয়ের জন্য।

Advertisement
Advertisement

তবে এবার নতুন ট্রেন্ড তৈরি হতে চলেছে। ‘কাঁচা বাদাম’এর পর এবার বাজারে এলো ‘কালো আঙুর’। সম্প্রতি এক ইনস্টাগ্রাম পেজ থেকেই এই ভিডিও শেয়ার করা হয়েছে, যা এই মুহূর্তে রীতিমতো ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিওতে এক বয়স্ক ভদ্রলোককে নিজের ভ্যানের উপর বসেই ‘কালো আঙুর’ বিক্রি করার সময় গান গাইতে দেখা গেল। একজন বিক্রেতা হিসেবে তার গাড়ির ফল বিক্রি হোক সেটাই চান তিনি। আরো একটু বিক্রির আশায় হঠাৎ করেই এমন গান ধরেছিলেন তিনি। আর সেই দৃশ্যই কেউ একজন নিজের ফোনের ক্যামেরার লেন্স বন্দী করে তা শেয়ার করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

Advertisement

Advertisement
Advertisement

বর্তমানে এই ভিডিও এখন ভাইরাল নেটনাগরিকদের একাংশের মাঝে। নেটিজেনদের অনেকের মতে, এবার এই গান নেটমাধ্যমের সেনসেশন হয়ে যেতে পারে। তবে অন্যদিকে আবার কেউ কেউ বলছেন এই ভিডিও সেভাবে ভাইরাল হবে না। ভুবনবাবু গান গেয়ে ভাইরাল হওয়ার পরে এমন অনেকেই রয়েছেন যারা এমন বিভিন্ন ধরনের গান গেয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন তবে শেষপর্যন্ত তারা ব্যর্থ। তবে বলাই বাহুল্য, বর্তমানে এই আঙুর বিক্রেতার গান গাওয়ার ভিডিও রীতিমতো পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে।

বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া আমাদের কাছে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। কোন কিছুই নেটমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগে না। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এই আঙুর বিক্রেতার সাথে বাদাম বিক্রেতা ভুবনবাবুর তুলনা করা শুরু হয়ে গিয়েছে। তবে বেশিরভাগের মতে ভুবনবাবুকে টেক্কা দেওয়া এই ব্যক্তির কাজ নয়।

Advertisement

Related Articles

Back to top button