টেক বার্তা

এই বাইকটি Royal Enfield কেও সরাসরি টক্কর দেবে, জানুন ফিচার ও গাড়ির দাম

এই বাইকটিকে Yezdi কোম্পানির ব্যানারে নিয়ে আসা হয়েছে

×
Advertisement

ভারতের বাজারে এমনিতে বুলেট সবথেকে জনপ্রিয় বাইকের মধ্যে একটি। তবে এই বছর ভারতীয় বাজারে এমন কিছু বাইক আসছে যেগুলি টু হুইলার সেগমেন্টের সব থেকে জনপ্রিয় বাইক বুলেটকে কড়া টক্কর দিতে চলেছে। প্রতিটি কোম্পানি এখন এই ধরনের বাইক নিয়ে আসার পরিকল্পনা শুরু করেছে। তবে আমরা আপনাকে আজ এমন একটি বাইকের ব্যাপারে জানাতে চলেছি যেটি মাহিন্দ্রা এবং জাভা দুটি কোম্পানি একসাথে তৈরি করেছে। যদি বিশেষজ্ঞদের কথা বিশ্বাস করা হয় তাহলে কোম্পানির এই বাইকটি রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ কে সরাসরি টক্কর দিতে চলেছে। এছাড়াও আপনি এই বাইকটিতে দুর্দান্ত বৈশিষ্ট্য এবং দুর্দান্ত পাওয়ারট্রেনের সুবিধা পেয়ে যাবেন। তো চলুন জেনে নেওয়া যাক এই বাইকের ব্যাপারে বিশেষ কিছু বৈশিষ্ট্য।

Advertisements
Advertisement

এই বাইকটির নাম দেওয়া হয়েছে ইয়েজদি রোডস্টার। এই মোটরসাইকেলটি তিনটি রঙে বাজারে আনতে চলেছে কোম্পানি। এতে আপনি স্মোক গ্রে, স্টিল ব্লু, অনার গ্রিন এবং গ্যালান্ট গ্রে বিকল্প পেয়ে যাবেন। এছাড়াও আপনি মোটরসাইকেলটিতে ৩৩৪ সিসি ক্ষমতা বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিন পেতে চলেছেন এবং এর সাথে বাইকে তিনটি রাইডিং মোড রয়েছে। এর সাহায্যে আপনি সহজেই যেকোনো রাস্তা দিয়ে এই বাইক চালাতে পারবেন।

Advertisements

Advertisements
Advertisement

ডিজাইন সম্পর্কে বলতে গেলে এই বাইকটি এমন ভাবেই ডিজাইন করা হয়েছে যে এটি ক্রুজার বাইক হবার পাশাপাশি আপনি অফরোডিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন সহজ ভাবে। এই মোটরসাইকেলের সবথেকে বড় ইউএসপি হলো ক্রুজার এবং অফ রোডার কম্বো। তবে এটি সবথেকে ভালো পারফর্ম করবে অফরোডারের ক্ষেত্রে। এই বাইকের প্রারম্ভিক এক্স শোরুম মূল্য ২.০১ লক্ষ টাকা। তবে এই বাইকের টপ মডেল কিনতে আপনার ২.০৯ লক্ষ টাকার মত খরচ হয়ে যেতে পারে

Related Articles

Back to top button