ভাইরাল & ভিডিও
ওটিটির সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ, দেখুন ভিডিও’র এক ঝলক

×
Advertisement
আজকাল ওটিটি প্ল্যাটফর্ম সাহসী সামগ্রীতে পূর্ণ। এ বছর মুক্তি পেয়েছে অভিনেত্রী আয়েশা কাপুরের ওয়েব সিরিজ ‘সিয়াপা’। এই সিরিজে অভিনয় করেছেন আয়েশা কাপুর ও সিমরান খান।
Advertisements
Advertisement
‘সিয়াপা’, সন্তান ও স্ত্রীকে নিয়েই ‘সিয়াপা’ এই ওয়েব সিরিজের গল্পটা বেশ মজার। যেখানে একজন বাবা এবং তার ছেলের গল্প থ্রেড করা হয়েছে, এই ওয়েব সিরিজে সীমার চেয়ে বেশি সাহসী দৃশ্য দিয়েছেন আয়েশা কাপুর। ভক্তদের ঘামে ছুটছে এমন কিছু দৃশ্য রয়েছে এই সিরিজে।
Advertisements
বিষয়টা হল আয়েশা কাপুর, যিনি অনেক ওয়েব সিরিজে আবেদনপূর্ণ কাজ করেছেন, অনেক ওয়েব সিরিজেও সাহসিকতার মেজাজ যোগ করেছেন তিনি। এই ওয়েব সিরিজটি হল ‘মোহর 2’ এবং ‘ঝোল’।
Advertisements
Advertisement
আয়েশা কাপুর সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, যা নিয়ে তার ভক্তরা ক্রমাগত মন্তব্য করে চলেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।