টেক বার্তা

৭ লাখের Maruti Baleno গাড়ি কিনে ফেলুন ২ লাখে, জানুন এই দুর্দান্ত অফার

এই নতুন অফারটি দেওয়া হচ্ছে পুরনো মডেলের উপরে

Advertisement

আজকের দিনে দাঁড়িয়ে সকলে নিজের জন্য একটা গাড়ি কেনার পরিকল্পনা করছেন। তাই এই মুহূর্তে বিভিন্ন গাড়ি কোম্পানি গুলি ভারতের অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতের যে সমস্ত গাড়ি কোম্পানির গাড়ি সব থেকে বেশি বিক্রি হয় তাদের মধ্যে অবশ্যই এক নম্বরে রয়েছে মারুতি সুজুকি। এই কোম্পানির প্রত্যেকটি গাড়ি যেরকম সস্তা, এমনি কিন্তু স্পেসিফিকেশনের দিক থেকে দুর্দান্ত। এই কারণে ই ভারতীয় ক্রেতাদের মধ্যে এই কোম্পানির গাড়ি সব থেকে বেশি জনপ্রিয়। পাশাপাশি, এই গাড়ি যেহেতু ভারতেই তৈরি হয়, তাই এই গাড়ির দাম বিদেশি অন্যান্য গাড়ি কোম্পানিগুলির থেকে অনেকটা কম। তাই দেশীয় প্রযুক্তিতে নির্মিত গাড়ি হিসেবেও মারুতি সুজুকি কোম্পানির গাড়ির জনপ্রিয়তা রয়েছে।

তবে ভারতীয় মার্কেটে মারুতি সুজুকি কোম্পানির যে সমস্ত গাড়ি সব থেকে বেশি বিক্রি হয়, তাদের মধ্যে তালিকার একেবারে উপরের দিকে রয়েছে Baleno। এই গাড়িটি একেবারে কমপ্যাক্ট একটি গাড়ি এবং এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন সমস্ত ধরনের অত্যাধুনিক স্পেসিফিকেশন এক্কেবারে কম দামের মধ্যে। এই গাড়ির প্রাথমিক বাজার মূল্য ৬.৪৯ লক্ষ টাকা এবং এই গাড়ির টপ মডেলের বাজার মূল্য ৯.৭১ লক্ষ টাকা। কিন্তু আজ আমরা আপনাকে এমন কিছু ব্যাপারে জানাবো, যার মাধ্যমে আপনি মাত্র ২ লক্ষ টাকায় এই গাড়ি কিনে ফেলতে পারবেন।

আপনারা হয়তো অনেকেই জানেন, এই মুহূর্তে ইন্টারনেট দুনিয়ায় এমন বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যারা পুরনো গাড়ি ব্যবসা করে থাকে। এগুলি হয় ব্যবহৃত গাড়ি এবং এই গাড়িগুলিও নতুন গাড়ি থেকে খুব একটা খারাপ কিছু নয়। স্পেসিফিকেশনের দিক থেকে এই গাড়ি অত্যন্ত দুর্দান্ত হয়। তবে সব থেকে বিশেষ ব্যাপারটা হল, এই ধরনের গাড়ির দাম সেই গাড়ির আসল দামের প্রায় অর্ধেকের থেকেও কম হয়। এরকম একটি অফার সাম্প্রতি চলছে মারুতি সুজুকি কোম্পানির এই গাড়ির উপরে। বর্তমানে জনপ্রিয় ব্যবহৃত জিনিস বিক্রয়কারী ওয়েবসাইট ওএলএক্স থেকে আপনারা মাত্র ২ লক্ষ টাকার মধ্যেই কিনে ফেলতে পারবেন এই গাড়িটি।

আপনাদের জানিয়ে রাখি, যে মডেলটি এই মুহূর্তে বিক্রয়ের জন্য লিস্ট করা রয়েছে, সেটি আদতে ২০১৫ সালের একটি মডেল এবং কয় কিলোমিটার চলার কারণে, এই মুহূর্তে এই পুরনো গাড়িটির বাজার মূল্য ২ লক্ষ টাকা। তবে এই গাড়ির অবস্থা এখনো পর্যন্ত বেশ ভালো। গাড়ি কি পুরনো হলেও মাইলেজ এবং পাওয়ার সবদিক থেকেই এখনো পর্যন্ত গাড়িটি নতুনের মতই মনে হয়। তাহলে আর দেরি কিসের, এক্ষুনি OLX.COM ওয়েব সাইটে গিয়ে কিনে ফেলুন আপনার পছন্দের নতুন Baleno।

Related Articles

Back to top button