টেক বার্তা

বাড়ি বসেই অনলাইনে করে ফেলুন ড্রাইভিং লাইসেন্স, জানুন সেই পদ্ধতি

Advertisement
Advertisement

রাস্তায় গাড়ি চালাবেন আর ড্রাইভিং লাইসেন্স রাখবেন না? তা কি চলে? লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি ড্রাইভ করলে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে যেতে পারে আপনার মোটা টাকা। তবে এইবার ড্রাইভিং লাইসেন্স করতে আর যেতে হবেনা RTO এর অফিসে। এইবার ড্রাইভিং লাইসেন্স করা যাবে বাড়ি বসেই। বাড়িতে বসে আবেদন করেই পেয়ে যেতে পারেন ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ এটিও সম্ভব।

Advertisement
Advertisement

সম্প্রতি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এবং আইওয়েজের তরফ থেকে জানানো হয়েছে যে, বেশ কিছু RTO সার্ভিস এইবার থেকে বাড়িতেই করা যাবে। করা যাবে অনলাইনেই। ড্রাইভিং লাইসেন্স বানানোর প্রক্রিয়ায় কী কী পরিবর্তন হতে চলেছে এবং এই সার্ভিসে জনগণেরই লাভ হবে কতটা? সম্প্রতি তথ্য প্রকাশের মাধ্যমে MoRTH এর তরফ থেকে জানানো হয়েছে যে এইবার ড্রাইভিং লাইসেন্স করা যাবে ঘরে বসেই। তবে তার জন্য আধারের সাথে মোবাইল নম্বরের লিংক থাকা জরুরী। নতুন এই সার্ভিসের নাম Adhaar Card Based Driving License Service।

Advertisement

এমন প্রশ্ন হচ্ছে, কি কি সুবিধা পাবেন গ্রাহকেরা? মোট ১৮ টি সুবিধার কথা বলা হয়েছে MoRTH থেকে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল, লার্নিং ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সের রিনিউয়াল ইত্যাদি। অর্থাৎ এখন ঘরেই পাবেন RTO অফিসের সুবিধা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button