নিউজরাজ্য

কৃষ্ণনগরে ভয়াভয় দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত ১ ব্যক্তি

Advertisement
Advertisement

মলয় দে, নদীয়া : আজ সকালবেলা নদীয়ার কৃষ্ণনগর ঘূর্ণি হালদারপাড়া মোড়ে লরির ধাক্কায় মৃত্যু এক বৃদ্ধের মৃতের নাম বলাই মুখার্জি, বয়স ৬৫ বছর। সকালবেলা বাড়ি থেকে চা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে ছিলেন, বিগত বেশ কয়েক বছর ধরে নিয়মিত এই দোকানেই চা খেতে আসেন তিনি। তখনই এই দুর্ঘটনার ঘটে. এর জেরে ক্ষুব্দ স্থানীয় বাসিন্দারা কৃষ্ণনগর থেকে করিমপুর যাওয়ার রোড অবরোধ করে।

Advertisement
Advertisement

প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা অনুযায়ী, বেশিরভাগ লরি চালকরা সারারাত গাড়ি চালায় একনাগাড়ে, ভোর বা সকালের দিকে রৌদ্র ওঠার সাথে সাথে চোখে জ্বালা অনুভূত হয়। শুধু তাই নয়, রাতে ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর, রেশ রয়ে যায় খানিকটা। তাই অল্প গতি থাকা সত্বেও, এ ধরনের দুর্ঘটনা থেকে, রক্ষা করতে পারেন না।

Advertisement

লরিটি এবং চালককে আটক করে স্থানীয় থানার পুলিশ। এক ঘন্টা পথ অবরোধের পর, উত্তেজিত জনতাকে সঠিক বিচারের আশ্বাস দিয়ে অবরোধ উঠিয়ে স্বাভাবিক যানবাহন চলাচলে সক্ষম হয় প্রশাসন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button