দেশনিউজ

‘এক দেশ, এক রেশন কার্ড’ : আগামী ২ মাস বিনামূল্যে রেশন, ঘোষণা কেন্দ্রের

Advertisement
Advertisement

বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করলেন ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্প। আগামী আগস্ট থেকেই কার্যকর হবে এই প্রকল্প। কেন্দ্রের এই রেশন কার্ড চালু করার জন্য  অনেকদিন ধরে জল্পনা চলছিল। এপ্রিল মাসের ৩০ তারিখ সুপ্রিম কোর্ট নির্দেশিকা যার করেছিল যে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করতে হবে।

Advertisement
Advertisement

অবশেষে আজ কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণার সময় এই এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা কেন্দ্রের সিলমোহর পেল। এরফলে ২৩ টি রাজ্যের ৬৫ কোটি মানুষ উপকৃত হবেন। কোনও রেশন কার্ড হোল্ডার যে কোনও রাজ্যেই যাক না কেন ওই এক রেশন কার্ড দিয়েই খাদ্যশস্য নিতে পারবে। পরিযায়ী শ্রমিকরাও এর ফলে উপকৃত হবেন।

Advertisement

Advertisement
Advertisement

পরিযায়ী শ্রমিকদের আগামী ২ মাস বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। রেশন কার্ড না থাকলেও খাদ্যশস্য দেওয়া হবে। এর ফলে উপকৃত হবেন ৮ কোটি পরিযায়ী শ্রমিক। এর জন্য বরাদ্দ থাকবে ৩ হাজার ৫০০ কোটি টাকা। রাজ্যগুলির সাথে এই নিয়ে আলোচনা হচ্ছে। ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে তাদের। মাথা পিছু ৫ কেজি চাল বা গমের সাথে ১ কেজি ডাল দেওয়া হবে।

Advertisement

Related Articles

Back to top button