Today Trending Newsদেশনিউজ

‘এক দেশ, এক রেশন কার্ড’ নির্দিষ্ট ফরম্যাট তৈরি কেন্দ্রের, রাজ্যগুলোকে নতুন কার্ড তৈরির নির্দেশ

Advertisement
Advertisement

‘এক দেশ, এক রেশন কার্ড’ এর প্রক্রিয়াকে বাস্তবায়িত করতে নতুন কার্ডের নির্দিষ্ট ফরম্যাট তৈরি করলো কেন্দ্র সরকার। নতুন কার্ড তৈরির সময় রাজ্যগুলোকে এই ফরম্যাট অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেশের ৬ টি রাজ্যে এই কার্ড পরীক্ষামূলকভাবে তৈরি করার কথা ভাবছে কেন্দ্র সরকার।

Advertisement
Advertisement

আগামী ১ জুন, ২০২০ থেকে সারা দেশে এই কার্ড চালু করা হবে। এই কার্ডের সাহায্যে দেশের যে কোন প্রান্তে যে কোন সরকার অনুমোদিত ন্যায্য মূল্যের দোকান থেকে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় উপভোক্তারা খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবে।

Advertisement

আরও পড়ুন : ‘সমস্যা থাকলে সমাধান করুন, বিক্ষোভ নয়’, আবেদন সৌরভ গঙ্গোপাধ্যায়ের

কেন্দ্রীয় খাদ্য দপ্তরের এক আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, ‘জাতীয় গড় যোগানের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অনুমোদন করা এক ফরম্যাটের হওয়া প্রয়োজন। সেই জন্য জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রেশন কার্ড ইস্যু করার জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট তৈরি করা হয়েছে।’

Advertisement
Advertisement

এই ফরম্যাট অনুসরণ করে কার্ড তৈরি করতে বলা হলেও, রাজ্যগুলোকে কার্ড নিয়ে তাদের মতামত জানাতে বলা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, রাজ্যগুলো চাইলে কার্ডে দুটি ভাষা ব্যবহার করতে পারে।

Advertisement

Related Articles

Back to top button