করোনা সংক্রমণের কারণে আগেই গৃহবন্দী গোটা দেশ। তার ওপর সরকারের ডাক দেওয়া কার্ফু, যার ফলে মানুষ বেশিরভাগ সময় বাড়ি থেকেই কাজকর্ম, লেখাপড়া এবং বিনোদনের কাজ চালাচ্ছেন। এতে প্রয়োজন হচ্ছে বেশি ডেটার। এবার সেই সমস্যা সমাধানের চেষ্টায় বিএসএনএল এক মাসের ফ্রি ব্রডব্যান্ড পরিষেবা দেবে বলে ঘোষণা করলো।
এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার তরফে জানা গেছে, যাদের বাড়িতে ল্যান্ডলাইন সুবিধা রয়েছে তারা প্রত্যেকেই এই পরিষেবা পাবেন এমনকি শুধু ব্যক্তিই নয় যে কোনো সংস্থাও এটি পেতে পারেন। এছাড়াও যদি কেউ নতুন পরিষেবা নিতে চান তাদের কষ্ট করে অফিসে যেতে হবে না, বাড়িতে অনলাইনে আবেদন করলেই হবে।
আরও পড়ুন : খরচ ১৫০ টাকার কম, প্রতিদিন ২ জিবি ডেটা সাথে আনলিমিটেড ভয়েস কল, দুর্দান্ত প্ল্যান আনলো JIO
শুধু বিএসএনএলই নয় করোনার জেরে গৃহবন্দী হওয়ার পর বেশি 4G ডেটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। কারণ এই পরিস্থিতিতে ২৫ শতাংশ ডেটা ভাউচার বিক্রি বেড়েছে।
জিও গ্রাহকেরা কম দামে বেশি সুবিধা পাবেন। কারণ কয়েকটি ডেটা ভাউচারের সুবিধা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। ভাউচারগুলি হলো-
11 টাকাঃ 800 এমবি ডেটা।
21 টাকাঃ 2 জিবি ডেটা + 200 মিনিট ননজিও কল।
51 টাকাঃ 6 জিবি ডেটা + 500 মিনিট ননজিও কল।
101 টাকাঃ 12 জিবি ডেটা + 1000 মিনিট ননজিও কল।
তবে 251 টাকার ডেটা ভাউচারটিতে কোনও বাড়তি সুবিধা দেওয়া হবে না।