চলতি মাসে ভারতীয় সেনাদের উপর পাকিস্তানী জঙ্গি হামলার তীব্রতা ক্রমশ বাড়তেই থাকছে। ভারত এই আক্রমণ গুলির যোগ্য জবাব দিলেও দুষ্কৃতীমূলক কাজ থেকে পিছু হটছে না পাকিস্তান। বিগত কয়েকদিন আগেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান এবং যার প্রতিশোধে হয় ভারতের আর্টিলারি হামলা। এর পর থেকে ভারতের ক্ষতি করতে মরিয়া হয়ে উঠে পাকিস্তান।
আবার ফের পাকিস্তানী সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে। কাশ্মীরের থালিগাঁও গ্রামে কুমকারী সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাতে থাকে পাকিস্তানী সেনা। খবর সূত্রে জানা যায় যে, এই ঘটনায় ফলে নিহত একজন বেসামরিক ব্যাক্তি এবং আহত হয়েছেন সাতজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো এই ঘটনা সম্বন্ধে বিস্তারিত তথ্য জানা যায়নি।