কলকাতানিউজ

লক্ষ্মী পূজার দিনে লক্ষ্মী দেবীর পরিবর্তে নিজের বাড়ির পোষ্য কুকুরকে পুজো করলেন এক মহিলা!

Advertisement
Advertisement

আজ রবিবারর কোজাগরী লক্ষ্মীপুজা। আজ ধনসম্পদের দবী তথা বিষ্ণুর স্ত্রী লক্ষ্মীকে পূজা করা হয়। কিন্তু কখনো শুনেছেন লক্ষ্মীপূজার সময় অন্য কোনো পূজা হচ্ছে? পড়ুন বিস্তারিত

Advertisement
Advertisement

লক্ষ্মী মন্ডপে কোজাগরী নেই! সেখানে সাদা-হলুদে সারমেয়? ভাবতে অবাক লাগছে কিন্তু এটাই সত্যি। লক্ষ্মীপূজার দিনে লক্ষ্মী দেবীর পরিবর্তে নিজের বাড়ির পোষ্য কুকুরকে পূজা করেন পূর্ব কলকাতার বাসিন্দা সুকন্যা দে। ঘরে আলপনা দেন এমনকি সমস্ত নিয়মকানুনও মানেন। শুধুমাত্র লক্ষ্মী ঠাকুর কেনেন না। হাত নাড়ে ডাকলেই লাফ দিয়ে আসনের ওপর ওঠে পড়ে ‘ম্যাগি’।

Advertisement

অনেকে প্রশ্ন করে ম্যাগি তো কুকুর, কেন তাকে লক্ষ্মী রূপে পূজা করা হয়? তার উত্তরে সুকন্যা দে বলেন, ম্যাগি কুকুর নয়, ম্যাগি হল তাদের বাড়ির মেয়ে। তাই ঠাকুরের আসনে বসিয়ে পূজা করা হয় ম্যাগিকে। সুকন্যা দের এমন মানসিকতা তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button