অফবিট

সত্যি হতে চলেছে চাঁদের মাটিতে বসবাসের স্বপ্ন, নজরকাড়া সাফল্য ভারতীয় বিজ্ঞানীদের

Advertisement
Advertisement

চাঁদের মাটিতে বসবাসের স্বপ্ন ছিল যাদের, তাদের স্বপ্নপূরণে এগিয়ে এল বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একদল গবেষক। চাঁদের মাটিতে ইট তৈরির প্রক্রিয়া আবিষ্কার করেছেন তাঁরা, এমনটাই দাবি তাঁদের। বিবৃতি জারি করে আইআইএসসি জানিয়েছে যে, চাঁদের মাটির সঙ্গে মানুষের মূত্রে থাকা ইউরিয়া মিশিয়ে বিক্রিয়ার মাধ্যমে ইট জাতীয় উপাদান তৈরি করা যায়। আর এই ইট গাঁথতে চিরাচরিত সিমেন্টের পরিবর্তে ব্যবহার করা হয় গুয়ার গাম অর্থাৎ এক জাতীয় আঠা।

Advertisement
Advertisement

এর ফলে এবার চাঁদের মাটি দিয়ে বাড়ি বানানো সম্ভব হবে। সম্প্রতি ‘সিরামিকস ইন্টারন্যাশনাল’-এ প্রকাশিত দুটি গবেষণার অন্যতম লেখক তথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অলোককুমার বলেন যে, ‘দুটি পৃথক ক্ষেত্র অর্থাৎ জীববিজ্ঞান ও যান্ত্রিক কৌশলকে একসঙ্গে মিলিয়ে এই ইট তৈরি করা হবে। ফলে উত্তেজনা বাড়ছে সবার মধ্যেই।’

Advertisement

চাঁদের মাটিতে ঘরবাড়ি তৈরির পরিকল্পনা দীর্ঘদিন থেকেই করে আসছে মানুষ। অথচ যেকোনও নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় উপাদানগুলো অত্যধিক ব্যয়ের কারণে মহাকাশে নিয়ে যেতে পারছে না। বিশেষজ্ঞদের মতে, এক পাউন্ড উপাদান পৃথিবীর বাইরে মহাকাশে নিয়ে যেতে কমপক্ষে সাড়ে ৭ লক্ষ টাকা ব্যয় হয়। ফলে চাঁদের মাটিতে বাড়ি তৈরি যেন অলীক স্বপ্ন হয়ে উঠেছিল। কিন্তু নাছোড়বান্দা মানুষ এবার পৃথিবীতে বসেই চাঁদের মাটি দিয়ে তৈরি ইট ব্যবহার করে বাড়ি বানানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button