খেলাক্রিকেট

Team India: ২০২৩ বিশ্বকাপ থেকে ছিঁটকে গেলেন ভারতের এই তারকা ক্রিকেটার! ভাঙলো কোটি ভক্তের হৃদয়

গত ডিসেম্বরের শেষ লগ্নে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। রাস্তার সাইডগার্ডের সাথে ধাক্কা লাগে ঋষভ পন্থের কোটি টাকার গাড়ির।

Advertisement
Advertisement

আসন্ন ২০২৩ ওডিআই বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতে। ২০১১ সালের পর ফের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হওয়ায় বিরাট কোহলিদের প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করার প্রয়োজনীয়তা নেই। স্বভাবতই আসন্ন ২০২৩ বিশ্বকাপ ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস লিখতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement

তবে আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল তারকা ক্রিকেটার ঋষভ পন্থকে মিস করতে পারেন বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তাদের মতে, ঋষভ পন্থের হাঁটুতে যে অস্ত্রপাচার করা হয়েছে তার জন্য শুধুমাত্র ওডিআই বিশ্বকাপ নয়, ২০২৩ এশিয়া কাপ এমনকি আইপিএলের মেগা আসর মিস করবেন তিনি। হাঁটুর লিগামেন্ট ছিড়ে যাওয়ায় গত সপ্তাহে অস্ত্রপাচারের মাধ্যমে তা প্রতিস্থাপন করা হয়েছে। তবে আগামী ছয় সপ্তাহ পর আরও একবার হাঁটুতে অপারেশন হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম।

Advertisement

এমন পরিস্থিতিতে বিশ্বকাপে তাকে দলে পাওয়া রীতিমতো অসম্ভব বলে মনে করছেন বিসিসিআই কর্মকর্তারা। তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের অনুপস্থিতিতে দলের ভারসাম্য কিছুটা হলেও ক্ষুন্ন হবে বলে অভিমত ক্রিকেটপ্রেমীদের। পাশাপাশি বিশ্বকাপের আসরে ঋষভ পন্থের বিধ্বংসী ব্যাটিং দেখতে না পাওয়াও বড় হতাশার কারণ হতে পারে ঋষভ পন্থের সমর্থকদের জন্য।

Advertisement
Advertisement

গত ডিসেম্বরের শেষ লগ্নে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। রাস্তার সাইডগার্ডের সাথে ধাক্কা লাগে ঋষভ পন্থের কোটি টাকার গাড়ির। গাড়ির কাঁচ ভেঙে পন্থ বাইরে বেরিয়ে এলেও ঘটনা স্থানে গাড়িটি পুড়ে ছাঁই হয়ে যায়। ওই ঘটনায় ভারতীয় তারকা ক্রিকেটার কপালে, পিঠে এবং হাঁটুতে গভীর চোট পান। বর্তমানে রাজধানীর একটি নামি বেসরকারি হসপিটালে চিকিৎসা রত রয়েছেন ঋষভ পন্থ।

Advertisement

Related Articles

Back to top button