নিউজপলিটিক্স

বাংলায় বিধানসভা ভোটের ইস্যু হবে এনআরসি : অমিত শাহ

Advertisement
Advertisement

এনআরসি নিয়ে আবারও বিস্ফোরক দাবি করলেন অমিত শাহ। একটি জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি সারা দেশে এনআরসি নিয়ে সরব হন এদিন। একই বাংলায় এনআরসি-র স্বপক্ষে জোরালো দাবি জানান তিনি। এর আগেও অবশ্য গোটা দেশে এনআরসি-র স্বপক্ষে মুখ খুলেছেন অমিত শাহ।

Advertisement
Advertisement

এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিকে তিনি বলেন, ‘২০২৪ সালের মধ্যেই দেশ জুড়ে এনআরসি হবে।’ একই সাথে বাংলায় এনআরসি-র প্রসঙ্গে তিনি বলেন, ‘২০২১ সালে বিধানসভা ভোটের ইস্যু হবে এনআরসি।’ দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরী করে সেখানে অবৈধ অনুপ্রবেশকারীদের রাখা হবে বলে জানান তিনি। তবে এই এনআরসি যে শুধু মুসলিমদের জন্যই করা হবে সেকথা জানাতে ভোলেননি তিনি।

Advertisement

তাঁর কথায়, ‘প্রতিবেশী দেশ থেকে যে মুসলিমরা এদেশে এসেছেন তারা কোন ভাবেই শরণার্থীর মর্যাদা পাবেন না।’ অমিত শাহের এমন বক্তব্য আসলে মুসলিম বিদ্বেষকে কাজে লাগিয়ে হিন্দু ভোটারদের সমর্থন বিজেপির ঝুলিতে আনার চেষ্টা বলেই মনে করছে অভিজ্ঞ মহল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button