কলকাতানিউজ

সুখবর! ৩১ জানুয়ারি পর্যন্ত আপনি গ্যাস বুক করতে পারবেন বিনামূল্যে, কিন্তু কীভাবে?

Advertisement
Advertisement

পেট্রল-ডিজেলের (Petrol-Diesel) দাম উর্ধ্বমুখী। তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। সম মিলিয়ে নাজেহাল মধ্যবিত্তের জীবন। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিল রান্নার গ্যাস বুকিংয়ের বিশেষ অফার! ৩১ জানুয়ারি (January) পর্যন্ত LPG gas সিলিন্ডার বুক করা যেতে পারে একেবারে বিনামূল্যে (Free)!

Advertisement
Advertisement

দেশের তিন পেট্রোলিয়াম সংস্থা HP, Indane বা Bharat Gas-এর গ্রাহকরা ৩১ জানুয়ারি পর্যন্ত LPG gas সিলিন্ডার বুক করতে পারবেন একেবারে বিনামূল্যে! কী ভাবে? চলুন জেনে নেওয়া যাক।…

Advertisement

বর্তমানে কলকাতায় ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ৭২০ টাকা ৫০ পয়সা। পরে অবশ্য গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারের দেওয়া ভর্তুকির অর্থ জমা পড়ে।

Advertisement
Advertisement

একটি বিশেষ অফারে ১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে ৭০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়ার সুবিধা পেতে পারেন HP, Indane বা Bharat Gas-এর গ্রাহকরা।

এই অফারে Paytm অ্যাপের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করলে গ্রাহকরা ৭০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এই অফারে Paytm অ্যাপের মাধ্যমে যাঁরা প্রথম বার রান্নার গ্যাস সিলিন্ডার বুক শুধুমাত্র তাঁরাই এই অফার পেতে পারেন।

এই অফারের সাহায্যে আসলে ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য গ্রাহকদের উৎসাহিত করতে চাইছে HP, Indane বা Bharat Gas-এর মতো সংস্থাগুলি।

Advertisement

Related Articles

Back to top button