দেশনিউজ

এই মুহুর্তের সবথেকে বড় খবর! মোদী নয়, প্রধানমন্ত্রী হবে অমিত শাহ!

Advertisement
Advertisement

দিল্লিতে এক ঘনিষ্ঠদের অনুষ্ঠানে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে প্রধান বক্তা হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি। সেখানে একজন প্রবীণ কর্ণাটক থেকে এসেছিলেন আশির্বাদ দিতে। তিনি ভরা সভায় সকলের মাঝে অমিত শাহকে আশির্বাদ করে বলেন, ‘ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী হোন।’ এই কথা শোনা মাত্রই সকলে অবাক হলেও করতালি দিয়ে তাকে সম্মান জানান।

Advertisement
Advertisement

এই কথা শোনা মাত্র ‘ভুরু কুঁচকে’ কিছুটা অস্বস্তি প্রকাশ করেন অমিত শাহ। পরক্ষণে তিনি গুরুজনের আশির্বাদ নিতে দ্বিধা করেননি।

Advertisement

এখন অমিত শাহের বয়স ৫৪। গতকাল তার জন্মদিন। পাঁচ বছর পর তিনি প্রায় ষাট বছর ছুঁয়ে যাবেন আর মোদী ৭৪। তাহলে কি মোদীর পর অমিত শাহ ভারতের প্রধানমন্ত্রী হবেন? এই নিয়ে রাজনৈতিক মহলে অনেকদিন ধরেই চলছে জল্পনা। যাইহোক এটা মানতেই হবে মোদী অমিত একসাথে সারা ভারতবর্ষে একটা আলাদাই প্রভাব ফেলেছে।

Advertisement
Advertisement

সকলের আশা ছিল রাজনাথ সিং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। কিন্তু রাজনাথ সিং এর বদলে অমিতকে স্বরাষ্ট্রমন্ত্রী করে মোদীর উত্তরসূরি কে হবেন তার কিছুটা হলেও ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজকাল অমিত শাহকে জনসভায় অনেকে ‘হিন্দুস্থান কা শের’ বলে সম্বোধন করেন। পাঁচ বছর পর কি আবার বিজেপি সরকার কেন্দ্রে সরকার গড়বে? সরকার গড়লেই প্রধানমন্ত্রী কে হবে? মোদী না অমিত? এখন শুধু সময়ের অপেক্ষা।

Advertisement

Related Articles

Back to top button