দেশনিউজ

বাড়ি পাঠানো যাবে না সমস্ত শ্রমিকদের, নির্দেশিকা জারি কেন্দ্রের

Advertisement
Advertisement

দিল্লি : করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ রুখতে জারি করা লকডাউনের ফলে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরার অনুমতি দিয়েছে কেন্দ্র। আর এরপরই রাজ্য সরকারের তরফে শ্রমিকদের বাড়ি ফেরাতে তোড়জোড় শুরু হয়। ইতিমধ্যে বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকদের ট্রেনে করে বাড়ি ফেরানো শুরু হয়েছে। রাজ্যগুলোর এই মনোভাবে বিরক্ত কেন্দ্র। তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কেন্দ্র সরকার।

Advertisement
Advertisement

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কোন শ্রমিক বাড়ি আসতে চাইলেই তাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য এই ছাড় দেওয়া হয়নি। শুধুমাত্র, লকডাউনের কারণে বিভিন্ন জায়গায় আটকে পড়া ও সমস্যায় রয়েছে এমন শ্রমিকদের জন্যই লকডাউনের মধ্যেও ছাড় দিয়েছে কেন্দ্র। তাই, সব শ্রমিকদের ফিরিয়ে আনার চেষ্টা না করতেই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলোকে।

Advertisement

বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার জন্য প্রচুর আবেদন এসেছে রেল মন্ত্রকের কাছে। এর প্রেক্ষিতে রবিবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা রাজ্যগুলোকে ই-মেল মারফত লকডাউনের মধ্যে এই ছাড়ের মূল উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করে জানিয়ে দেন। তিনি জানান, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের জন্য কোন ব্যবস্থা করেনি সরকার। শুধুমাত্র লকডাউনের কারণে আটকে পড়ার ফলে সমস্যার মধ্যে রয়েছেন যারা, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্যই সরকার এই ছাড় দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button