Today Trending Newsদেশরাজ্য

আর যাওয়ার প্রয়োজন নেই আধার সেবা কেন্দ্রে, এবার ঘরে বসেই গ্রহণ করুন ৬টি গুরুত্বপূর্ণ সুবিধা – AADHAAR CARD

বর্তমানে আধার সেবা কেন্দ্রে না গিয়েও আধার কার্ড সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাড়ি বসে স্মার্টফোনের মাধ্যমে নিজেই সংশোধন কিংবা সংযোজন করতে পারবেন।

Advertisement
Advertisement

ভারত সরকার প্রদত্ত আধার কার্ড এখন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হয়ে উঠেছে। সরকারি কাজ হোক কিংবা বেসরকারি, সব জায়গায় আধার কার্ডের গুরুত্ব হয়ে উঠেছে অপরিসীম। বিশেষ করে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা সরকারি চাকরির জন্য আবেদন পত্র ফিলাপ করতে হলে আধার কার্ড আবশ্যক হয়ে উঠেছে। তবে আজ এই নিবন্ধে আমরা আপনাদের আধার কার্ড সম্পর্কে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে চলেছি, যা জানার জন্য আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হতো।

Advertisement
Advertisement

আজ্ঞে হ্যাঁ, বর্তমানে আধার সেবা কেন্দ্রে না গিয়েও আধার কার্ড সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাড়ি বসে স্মার্টফোনের মাধ্যমে নিজেই সংশোধন কিংবা সংযোজন করতে পারবেন। এর জন্য আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট My Aadhaar.com-এ প্রবেশ করতে হবে। এক নজরে দেখে নিন, বাড়ি বসে আধার কার্ডের কি কি সুবিধা গ্রহণ করতে পারবেন আপনি-

Advertisement

১. আধার কার্ড ডাউনলোড: যদি আপনার কাছে থাকা আধার কার্ডটি হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তবে খুব সহজেই My Aadhaar.com-এ গিয়ে নিজের প্রোফাইল থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করতে পারবেন আপনি।

Advertisement
Advertisement

২. PVC কার্ডের অর্ডার: মাত্র ৫০ টাকার বিনিময়ে বাড়ি বসে অনলাইনে আধার কার্ডের PVC প্রতিলিপি পেতে পারেন আপনি। এর জন্য অনলাইনে ৫০ টাকা আবেদন ফি জমা করলেই পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে বসে PVC আধার কার্ড পেয়ে যাবেন।

৩. ঠিকানা পরিবর্তন: বর্তমানে আধার কার্ড অথরিটি অফ ইন্ডিয়া এই সুবিধা প্রদান করছে আপনাদের। নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট থেকে সাপোর্টিং ডকুমেন্টস প্রদান করে আপনি আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারেন।

৪. আধার কার্ড আপডেটের ইতিহাস পর্যবেক্ষণ: বাড়িতে বসেই স্মার্ট ফোনের সাহায্যে My Aadhaar.com-এ গিয়ে আপনি আপনার আধার কার্ডের ইতিহাস পর্যবেক্ষণ করতে পারেন। অর্থাৎ আপনার আধার কার্ড কতবার সংশোধন করা হয়েছে তা বাড়ি বসেই চেক করতে পারবেন আপনি।

৫. আধার কার্ড সেবা কেন্দ্রের অনুসন্ধান: নতুন আধার কার্ডের জন্য নাম নথিভুক্ত করিয়ে পার্শ্ববর্তী আধার সেবা কেন্দ্রের অনুসন্ধান করতে পারবেন স্মার্টফোনের সাহায্যে।

৬. নতুন আধার কার্ডের জন্য নাম নথিভুক্তকরণ: ৫ বছরের যেকোনো বাচ্চার জন্য নতুন আধার কার্ড করতে হবে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই আবেদন করতে পারবেন আপনি। এরপর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার নির্ধারিত দিনে আধার সেবা কেন্দ্রে পৌঁছে খুব সহজে নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন।

Advertisement

Related Articles

Back to top button