ভাইরাল & ভিডিও

লন্ডনের রাস্তায় আম্রপালি দুবের সঙ্গে চরম রোম্যান্টিক মুডে নিরাহুয়া, ভাইরাল ভিডিও

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়েছে

Advertisement
Advertisement

আম্রপালি দুবে মানেই ভোজপুরি জগতে একটা বিপ্লব। এই অভিনেত্রীর এখন প্রতিটা ছবি একেবারে সুপারহিট। আজকের দিনে দাড়িয়ে ভোজপুরি জগতে যদি সবথেকে জনপ্রিয়তা প্রাপ্ত কোনো অভিনেত্রী থেকে থাকেন তাহলে সেটা আম্রপালি। এই অভিনেত্রী মূলত ভোজপুরি জগতের সবথেকে বড় সুপারস্টার নিরাহুয়ার সঙ্গেই বেশি ছবি করেন। বহুবার এই দম্পতি সম্পর্কে গুঞ্জন উঠেছে যে এই দুই তারকাই একে অপরকে বাস্তব জীবনেও পছন্দ করেন এবং নিরহুয়ার কারণে আম্রপালী এখনও বিয়ে করেননি। তবে এখনও এই ব্যাপারে কেউ কিছু জানাননি।

Advertisement
Advertisement

আম্রপালি দুবে সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয় এবং প্রতিদিন তার ভক্তদের জন্য ফটো এবং ভিডিও শেয়ার করেন। সম্প্রতি তাদের দুজনের একটা নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। এই গানের ভিডিওতে দুজনকে একে ওপরের প্রতি ভালবাসায় ডুবে যেতে দেখা যাচ্ছে। এই ভিডিওতে নিরহুয়া এবং আম্রপালিকে ভারতে নয়, বরং লন্ডনের রাস্তায় রোমান্স করতে দেখা যাচ্ছে। ভোজপুরি সুপারহিট ছবি নিরহুয়া চলল লন্ডনের একটি গান ছোয়ে ছোয়ে আবারও ভাইরাল হচ্ছে।

Advertisement

এই ভিডিওতে দুজনকে একসাথে দারুণ সময় কাটাতে এবং একে অপরের সাথে রোমান্স করতে দেখা যায়। গানটিতে নিরহুয়া এবং আম্রপালি দুবের ডান্স মুভ সোশ্যাল মিডিয়ায় উত্তাপ বাড়িয়ে দিচ্ছে। নিরহুয়া এবং আম্রপালি দুবের মধ্যে রসায়ন দেখার মতো। দুজনকেই তাদের নাচ দিয়ে ভক্তদের মন জয় করতে দেখা যায়। এই গানে নিরহুয়ার সঙ্গে বিদেশি মেয়েদেরও নাচতে দেখা যায়। নিরহুয়া এবং আম্রপালির উপর চিত্রায়িত এই গানটি ওয়ার্ল্ডওয়াইড রেকর্ডস ভোজপুরি নামে অফিসিয়াল চ্যানেলে আপলোড করা হয়েছে। এই গানের কথা লিখেছেন আজাদ সিং, গানটি গেয়েছেন দিনেশ লাল যাদব নিরহুয়া এবং এই গানের সুর দিয়েছেন মধুকর আনন্দ।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button