ক্রিকেটখেলা

ভারতের কাছে বিশ্বকাপ বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা, উঠে আসলো নতুন তথ্য

Advertisement
Advertisement

ভারতের কাছে ২০১১ এর বিশ্বকাপ ফাইনাল বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা, এমনটাই দাবি করলেন সে দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে দাবি করেছেন, সেদিনের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা, ভারতের কাছে ইচ্ছা করে হেরেছিল তারা। শ্রীলঙ্কার এক টিভিতে দেওয়া একটি সাক্ষাৎকরে তিনি বলেছেন, “সেদিন আমরা ভারতের কাছে বিশ্বকাপ ফাইনাল বিক্রি করে দিয়েছিলাম। আমি সেই সময় দেশের ক্রীড়ামন্ত্রী ছিলাম। সেই সময় আমি এসব ফাঁস করতে চাইনি।” তবে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এও জানিয়েছেন, কোনো খেলোয়াড়রা তাতে যুক্ত ছিলনা। অন্যান্য বেশ কয়েকটি বিভাগ যুক্ত ছিল বলে জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement

প্রসঙ্গত, বছর তিনেক আগে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গাও একই দাবি করেছিলেন। অর্জুন রণতুঙ্গা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ২০১১ এর বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে ইচ্ছা করে হেরেছিল শ্রীলঙ্কা। সেই সময় শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়কের এই দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছিলেন ২০১১ বিশ্বকাপের শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর এই দাবি সামনে আসার পর মুখ খুলেছেন ২০১১ বিশ্বকাপের শ্রীলঙ্কা দলের সদস্য মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা।

Advertisement

ফাইনালে ১০৩ রান করা মাহেলা জয়বর্ধনে বলেছেন, “মনে হচ্ছে দেশে নির্বাচন এসে গিয়েছে, তাই সার্কাস শুরু হয়ে গিয়েছে।” প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে যাবতীয় প্রমাণ নিয়ে অভিযোগ করতে বলেন জয়বর্ধনে। একই দাবি কুমার সাঙ্গাকারারও। তিনি বলেছেন, যদি ম্যাচ গড়াপেটা হয়েছে বলে মনে হয় তাহলে উনি যাবতীয় প্রমাণ নিয়ে আইসিসির দুর্নীতি দমন শাখায় করুন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button