Today Trending Newsদেশনিউজ

নতুন করে আক্রান্ত ৬, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৫

Advertisement
Advertisement

ভারতে প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সোমবার নতুন করে ৬ জন আক্রান্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫। দিল্লি, পঞ্জাব ও উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেশি। সম্প্রতি ইতালি থেকে আগত জম্মু কাশ্মীরে ৬৩ বছরের এক বৃদ্ধার রিপোর্ট পজিটিভ এসেছে।

Advertisement
Advertisement

কেরলের এরনাকুলামে এক তিন বছরের শিশু আক্রান্ত হয়েছে, রবিবার তাঁর দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে, ভারতে এই প্রথম এত ছোট শিশুর আক্রান্ত হওয়ার খবরে আতঙ্কিত গোটা বিশ্ব। অন্যদিকে জানা যায় কর্ণাটকে আক্রান্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিছুদিন আগেই ফিরেছেন আমেরিকা থেকে, তিনি অস্ট্রিন, টেক্সাস, দুবাই, নিউ-ইয়র্কে গিয়েছিলেন বলেও জানা গেছে।
দিল্লি, পঞ্জাব ও উত্তরপ্রদেশেও বেড়েছে এই রোগে আক্রান্তের সংখ্যা এমনটাই জানিয়েছেন কেন্দ্রিয় স্বাস্থ্যমন্ত্রক৷

Advertisement

আরও পড়ুন : ভারতে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু, দেশজুড়ে আতঙ্ক

Advertisement
Advertisement

বিভিন্ন সচেতনার মাঝেই রোগী ভর্তি নিয়ে হয়রানি। করোনা সন্দেহে কাজাখস্তান থেকে আসা এক পৌঢ় দঃ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি। ওই রোগীর নমুনা পরীক্ষাকে কেন্দ্র করে অভিযোগের নিশানা বেলেঘাটা আইডি ও নাইসেডের বিরুদ্ধে৷ সোমবার ওই প্রৌঢ়ের নমুনা পরীক্ষা করাতে প্রথমে নাইসেডে গেলে সেখানে ছুটি আছে একথা বললে তারা যান বেলেঘাটা আইডি হাসপাতালে গেলে সেখান থেকে বলা হয় সেই নার্সিংহোম থেকেই কন্টেনার নিয়ে আসতে হবে যেখানে রোগী ভর্তি আছে, নমুনা পরীক্ষাকে কেন্দ্র করে হয়রানির অভিযোগ তুলেছেন রোগীর পরিবার৷

তবে নাইসেড কর্তৃপক্ষ জানায় স্বাস্থ্য দফতরের মাধ্যমে আসলেই পরীক্ষা করা হবে, সোমবার তাদের কোন ছুটি নেই৷  নার্সিংহোমের আবার অভিযোগ, বার বার স্বাস্থ্য দফতরের কন্ট্রোল রুমে ফোন করা হলেও কোনও উত্তর দেওয়া হয়নি।

Advertisement

Related Articles

Back to top button