আন্তর্জাতিকনিউজ

একটুর জন্য রক্ষা পেল গোটা নিউইয়র্ক শহর, জানুন চীনের নতুন কান্ড

Advertisement
Advertisement

ভারতবার্তা ওয়েবডেস্ক: করোনাভাইরাসের পর আরও একবার চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারতো চীন। কারণ মহাকাশ থেকে ছিটকে পড়ল চীনা রকেটের অংশ। জানা গেছে সেই রকেটের ক্ষুদ্রতম অংশটিও একটি বাসের সমান। নিউইয়র্ক থেকে মাত্র 15-20 কিলোমিটার দূরে সেই অংশগুলি প্রচণ্ড গতি বেগে ছিটকে পড়েছে। আইভরি কোস্টের বিভিন্ন অংশে পাওয়া গেছে সেই অংশগুলি। আশঙ্কা করা হচ্ছে এগুলি নিউইয়র্ক শহরের মধ্যে পড়লে বেশ বড়সড় ক্ষতি হয়ে যেতো।

Advertisement
Advertisement

সূত্র থেকে জানা গেছে, উৎক্ষেপণের এক সপ্তাহ পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লংমার্চ 5B নামের ওই রকেট। বায়ুমন্ডলে ফিরে আসার আগে নিজস্ব কক্ষপথে কিছুদিন ঘুরে ছিল রকেট এর মূল অংশ। ঠিক তারপরই কয়েক হাজার মাইল গতিতে সেটি পৃথিবীর দিকে ধেয়ে আসে। এই রকেটের কিছু টুকরো আটলান্টিক মহাসাগরেও পাওয়া গেছে। একাধিক মহাকাশ বিজ্ঞানী জানিয়েছেন কয়েক দশকে পৃথিবীর দিকে ধেয়ে আসা রকেটের অংশ বা জঞ্জালের মধ্যে এগুলোই ছিল সর্ববৃহৎ।

Advertisement

এই বিষয়ে হার্ভার্ড—এর জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডয়েল ট্যুইট করে জানিয়েছেন, “1991 সালে স্যালুয়েট-7 নিয়ন্ত্রণ হারালে বিরাট আকৃতির মহাকাশ জঞ্জাল পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল। সেই ঘটনার পর আর এতো বড়ো কোনো রকেটের ভাঙ্গা অংশ পৃথিবীতে আসেনি। এটি প্রধান শহরের মধ্যে পড়লে খুব বড় ক্ষতি হয়ে যেতে পারতো।”

Advertisement
Advertisement

এই ঘটনার পর ইতিমধ্যেই আমেরিকার অনেক সংবাদ মাধ্যমে এই বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে। করোনা সংক্রমণের পর চীনের এই নতুন কান্ডে রীতিমতো ক্ষুব্ধ সবাই।

Advertisement

Related Articles

Back to top button