ভাইরাল & ভিডিওবলিউডবিনোদন

ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল স্বপ্না চৌধুরীর নতুন ভিডিও, এমন নেচে মনে ঝড় তুললেন ভক্তদের মনে

এই মুহূর্তে ভারতে যে কয়েকজন হরিয়ানভি গায়িকা নাম করেছেন, তাদের মধ্যে একজন স্বপ্না

×
Advertisement

ভারতের বিনোদন জগতে আজকের দিনে যে তারকারা জনপ্রিয়তার শিখরে রয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন স্বপ্না চৌধুরী। হরিয়ানার অন্যতম সিঙ্গারদের মধ্যে তার নাম উল্লেখযোগ্য। দীর্ঘ অনেক বছর ধরেই তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার বিভিন্ন পেপি গানের মাধ্যমে। তিনি এই মুহূর্তে ভারতের পেপি গানের জগতের অন্যতম নাম। যেকোনো পার্টি হলেই তার গান বাজবেই। তার হটনেস এবং তার যৌবনে ঘায়েল হয়েছেন অনেকেই। মূলত নিজের নাচের জন্য জনপ্রিয়তা পেলেও তিনি কিন্তু এখন একজন ভালো গায়িকা হিসাবেও নাম করে নিয়েছেন। এই মুহূর্তে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৪.৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং তিনি বলিউডের একজন অন্যতম নামজাদা গায়িকা হিসেবে নিজের নাম লিখে ফেলেছেন।

Advertisements
Advertisement

সম্প্রতি এই নৃত্যশিল্পীর একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হতে শুরু করেছে। নীল এবং লাল রঙের লেহেঙ্গায় সেজে এই গানের সাথে নাচ করেছেন স্বপ্না চৌধুরী। এই ভিডিওতে আরো একজন নায়ককে আপনি দেখতে পাবেন। তিনি রয়েছেন একেবারে কালো রঙের স্যুট পরে সম্পূর্ণ ফর্মাল স্টাইলে। তবে ফর্মাল হলেও তার ড্রেসে বেশ আধুনিকতাও রয়েছে। দুজনে একসাথে জনপ্রিয় একটি ভোজপুরি গানের সঙ্গে নাচ করেছেন।

Advertisements

হরিয়ানভি নৃত্যশিল্পী এবং গায়িকাকে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তার সাহসিকতা দেখিয়ে তার ভক্তদের মুগ্ধ করতে দেখা যায়। অভিনেত্রীর নতুন হরিয়ানভি গান ‘লেহেঙ্গা মাহাঙ্গা বন্দুক তে’ সম্প্রতি প্রকাশিত হয়েছে, যাতে তিনি তার গ্ল্যামারাস স্টাইলে আবারো ভক্তদের জন্য হাজির হয়েছেন। এই নাচের ভিডিওটি ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়তা পেয়েছে। টি সিরিজ অফিসিয়াল হরিয়ানভির ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই গান ও নাচের ভিডিওটি শেয়ার করা হয়েছে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button