Today Trending Newsনিউজরাজ্য

নয়া সিদ্ধান্ত রাজ্যের, করোনা চিকিৎসার সমস্ত খরচ বহন করবে মমতা সরকার

Advertisement
Advertisement

এবার থেকে বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সব খরচ দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করা হয়েছে একথা। রাজ্যের কোনো বেসরকারি হাসপাতালে করোনা সন্দেহে বা শ্বাসকষ্ট নিয়ে কোনো রোগী ভর্তি হলে তার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। গুরুতর শ্বাসকষ্টের সমস্যাযুক্ত রোগীদের ক্ষেত্রেও সমস্ত খরচ দেবে রাজ্য সরকার।

Advertisement
Advertisement

বৃহস্পতিবার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়, করোনা চিকিৎসার জন্য যেসমস্ত বেসরকারি হাসপাতাল গুলিকে চিহ্নিত করা হয়েছে সেখানে চিকিৎসার সমস্ত খরচ দেবে সরকার। সেখানে এও বলা হয়েছে যে, হাসপাতাল গুলির কোনো একটি নিৰ্দিষ্ট জায়গায় এই মর্মে বিজ্ঞপ্তি লিখে রাখতে। সেই বিজ্ঞপ্তিতে লেখা থাকবে যে, করোনার চিকিৎসার সমস্ত খরচ বহন করবে সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে এও জানানো হয়েছে যে, এই বেসরকারি হাসপাতাল গুলিকে সময়ে সময়ে অর্থ দিয়ে সাহায্য করবে সরকার এর সাথেই করোনা রোগীর চিকিৎসার জন্য যে অর্থ ব্যয় হবে তা আলাদা করে দেওয়া হবে।

Advertisement

সূত্রের খবর অনুযায়ী, বেসরকারি হাসপাতালে একজন করোনা রোগীর একদিনের খরচ হচ্ছে ২০-২৫ হাজার টাকা। এছাড়াও কোনো রোগীর ক্ষেত্রে জীবনদায়ী ব্যবস্থা বা ভেন্টিলেটর ব্যবহার করতে হলে তার খরচ আলাদা হবে। অনেক মধ্যবিত্ত মানুষের পক্ষেই এই খরচ দেওয়া সম্ভব হচ্ছিলনা। তাই সরকার সব খরচ দিয়ে দেবে। নমুনা পরীক্ষা, অ্যাম্বুলেন্সের ভাড়া, ওয়ার্ড পরিষ্কারের খরচ এরকম সব খরচই দিয়ে দেবে সরকার। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৪, মৃত্যু ১৫। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button