ক্রিকেটখেলা

‘দ্যা হান্ড্রেড’ নামে নতুন প্রতিযোগিতা, ১০০ বল করে প্রতি ইনিংস

Advertisement
Advertisement

তড়িৎ ঘোষ: “দ্যা হান্ড্রেড” নামে এক ক্রিকেট প্রতিযোগিতা আসতে চলেছে। ইংল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন এর তত্ত্বাবধানে ইংল্যান্ড ও ওয়েলসে ১০০ বলের এই ভিন্ন স্বাদের টুর্নামেন্ট হবে জুলাই ২০২০ তে। ৩২ টি ম্যাচের এই প্রতিযোগিতা চলবে ৩৮ দিন ধরে।

Advertisement
Advertisement

পুরুষ দলের পাশাপাশি মহিলাদেরও সমান্তরালভাবে এই টুর্নামেন্ট হবে। আটটি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে দলের নাম একই রাখা হয়েছে। দলগুলি হলো –

Advertisement
  • ম্যানচেস্টার অরিজিনাল্স
  • নর্দান সুপারচার্জার্স
  • বির্মিংহাম ফোনিক্স
  • ট্রেন্ট রকস্টার
  • ওয়েল্স ফায়ার
  • লন্ডন স্পিরিট
  • ওভাল ইনভিসিবিল্স
  • সাউদার্ন ব্রেভ

প্রতিযোগিতার ধরন

Advertisement
Advertisement
  • ১০০ বল করে প্রতি ইনিংস
  • ২৫ বলের পাওয়ার প্লে
  • ছয় বলের পনের ওভার এবং শেষ ওভার দশ বলের
  • পাওয়ার প্লে তে কেবলমাত্র দুজন খেলোয়াড় ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবে
  • থাকবে স্ট্র্যাটেজিক টাইম আউট
  • প্রত্যেক বোলার একবারে পাঁচটি অথবা দশটি বল করতে পারবে
  • ১০ বল অন্তর প্রান্ত পরিবর্তন হবে
Advertisement

Related Articles

Back to top button