ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

আর কয়েক দিনের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ হবে মারুতির নতুন গাড়ি, পেট্রোলে পাওয়া যাবে ৩০ কিলোমিটারের মাইলেজ

এই নতুন গাড়িটিতে বেশ কিছু নিরাপত্তা বৈশিষ্ট্য আপনার জন্য রয়েছে

Advertisement
Advertisement

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালটি অটোমোবাইলের বাজারের জন্য একটা দারুন বছর হতে চলেছে। এই বছরটিতে একসাথে অনেক গুলি গাড়ি একসাথে লঞ্চ হতে চলেছে। জনগণের পূরণ করার জন্য কোম্পানিগুলি সব সময় একেবারে সচেষ্ট। চাহিদা পূরণ করার জন্য কোম্পানি তাদের গাড়ির সর্বশেষ মডেল বাজারে লঞ্চ করে দিয়েছে। প্রিমিয়াম সেগমেন্ট থেকে শুরু করে বাজেট সেগমেন্ট এবং হ্যাজব্যাক পর্যন্ত অনেক মডেল এখনকার দিনে বাজারে উপলব্ধ। এই সময়ে এমন কিছু যানবাহন বছরের শুরুতেই চালু করার প্রস্তুতি নিয়েছে কোম্পানি যা মধ্যবিত্ত পরিবারের জন্য আশীর্বাদের থেকে কম নয়। পেট্রোলের ক্রমবর্ধমান দামকে চ্যালেঞ্জ জানাতে দেশের সবথেকে বড় অটোমোবাইল কোম্পানি মারুতি সুজুকি এমন একটা গাড়ি লঞ্চ করতে চলেছে যা দেড় দশক ধরে ভারতের প্রত্যেকের পছন্দের গাড়ি ছিল। আর এবারে এই গাড়িটিকে একেবারে নতুন করে লঞ্চ করতে চলেছে কোম্পানিটি। রোড টেস্টের সময় বেশ কয়েকবার গাড়িটিকে দেখা গিয়েছে এবং আগামী সময়ে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই গাড়িটি লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে বলতে গেলে ক্রমাগত সব থেকে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় এক নম্বরে রয়েছে এই গাড়িটি।

Advertisement
Advertisement

আমরা এখানে মারুতি সুজুকি কোম্পানির সুইফট ফেসলিফট এডিশন এর কথা বলতে চলেছি। এই গাড়িটি ভারতের বাজারে খুব শীঘ্রই নতুন রূপে লঞ্চ হতে চলেছে এবং শুধুমাত্র লুকে নয় ইঞ্জিনের দিক থেকেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এই নতুন গাড়িতে। ২০২৪ সালে প্রথমবারের জন্য আপনি সুইফট গাড়িতে হাইব্রিড অপশন দেখতে পাবেন। এরপর এর মাইলেজ যে কোন সিএনজি গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করবে বলা যেতে পারে। এই গাড়িতে দুটি ইঞ্জিন বিকল্প থাকছে। প্রথম বিকল্পটি হলো ১.২ লিটার ন্যাচারাল অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন। এই একই স্পেসিফিকেশন নিয়ে একটি সিএনজি গাড়ি লঞ্চ হতে পারে। অন্যদিকে দ্বিতীয় অপশনটি হলো ১.২ লিটার হাইব্রিড ইঞ্জিন, যেখানে ৩০ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ পাবেন গ্রাহক।

Advertisement

এর পাশাপাশি ডিজাইনেও আসবে বেশ কিছু পরিবর্তন। এই গাড়িতে কিছু ক্রস ওভার ডিজাইন থাকতে চলেছে। এছাড়াও সুইফট গাড়ির সিগনেচার ডিজাইন এলিমেন্ট আপনারা দেখতে পারেন এই গাড়িতে। এছাড়াও এলইডি ডিআরএল আপনারা দেখতে পাবেন এই গাড়িতে। নতুন ডিজাইন এলইডি টেল ল্যাম্প রিয়ার বাম্পার এবং আরো অনেক ধরনের নতুন নতুন বৈশিষ্ট্য দেখা যাবে এই গাড়িতে। এই নতুন গাড়িতে আপনি প্রিমিয়াম কিছু ফিচার দেখতে পাবেন যা হয়তো অন্যান্য গাড়িতে দেখা যায় না। ড্যাশবোর্ড এবং স্টিয়ারিং হুইল একটু অন্য ডিজাইন নিয়ে আসবে। সাথেই আপনারা ডুয়ালটন থিম দেখতে পাবেন।

Advertisement
Advertisement

এছাড়াও এই গাড়িতে নতুন নতুন কিছু ফিচার আপনারা পাবেন। এই গাড়িতে থাকবে ছয়টি এয়ার ব্যাগের নিরাপত্তা। এর সাথেই পাওয়া যাবে এবিএস, রিয়ার পার্কিং সেন্সর, রিয়ার পার্কিং ক্যামেরা, চাইল্ড সিটের মতো অনেক নিরাপত্তা বৈশিষ্ট্য। এছাড়াও ১০ ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৬ ওয়ে অ্যাডজাস্টেবল সিট, পিছনে এসি ভেন্ট, ক্লাইমেট কন্ট্রোল এসি এবং ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে আপনারা পাবেন। এছাড়াও অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লের মতো বৈশিষ্ট্য দেখা যাবে। এই গাড়িটির দাম মোটামুটি ৭ লক্ষ থেকে ১৪ লক্ষ টাকার মধ্যে হবে

Advertisement

Related Articles

Back to top button