দেশনিউজ

লাগু হবে নয়া বিধিনিষেধ! রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে আজ জরুরী বৈঠকে প্রধানমন্ত্রী

দুপুর বারোটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে একটি ভার্চুয়াল বৈঠক করবেন

Advertisement
Advertisement

চলতি বছরের শুরুতে করোনা ভ্যাকসিন আসার পর আরেকটা প্রভাব কমে গিয়েছিল মহামারীর। ফলে নতুন করে স্কুল কলেজ অফিস সবই খুলতে শুরু করে দিয়েছে দেশজুড়ে। কিন্তু সম্প্রতি করোনা আক্রান্তের পরিসংখ্যানের হার চিন্তায় ফেলেছে গোটা দেশবাসীকে। আবারো আগের মত লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিন। করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাওয়ায় চিন্তায় পড়েছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার নরেন্দ্র মোদি আজ অর্থাৎ বুধবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই বৈঠকে কি করে করোনা সংক্রমণ আটকানো যাবে কি করে ভ্যাকসিন দেওয়ার হার বৃদ্ধি করা যাবে তা নিয়ে আলোচনা হবে।

Advertisement
Advertisement

সম্প্রতি মহারাষ্ট্রে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভুষণ মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে চিঠি লিখেছেন ও রাজ্যের খারাপ পরিস্থিতি খতিয়ে দেখার জন্য একটি বিশেষ দল পাঠিয়েছেন। বিশেষ দলের রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রের শুধুমাত্র গতকাল অর্থাৎ মঙ্গলবার সংক্রমণ হয়েছে ১৭ হাজারেরও বেশি মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এছাড়াও আজ থেকে বিএমসিতে ৫০ শতাংশ রোটেশন অ্যাটেনডেন্স চালু হবে। মহারাষ্ট্র ছাড়াও করোনার প্রভাব বেড়েছে আমেদাবাদ, সুরাট, ভাদোদারা, রাজকোট ইত্যাদি এলাকায়। সেই সমস্ত স্থানে ইতিমধ্যেই নাইট কার্ফু ২ ঘন্টা করে বাড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisement

এরপর আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুপুর ১২ টা নাগাদ দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসবেন। সেই বৈঠকে মূল আলোচনার বিষয় হবে যে কি করে আবার এই করোনা সংক্রমণ রোধ করা যেতে পারে। এছাড়াও এই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে যে কি করে ভ্যাক্সিনেশন মাত্রা বাড়ানো যায়। সেই সাথে এই বৈঠকে আলোচনা হবে কি করে প্রত্যেকটি রাজ্যে কম সময়ের মধ্যে বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া যেতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button