নিউজরাজ্য

এবার ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হল নদিয়া জেলা

Advertisement
Advertisement

নাগরিকত্ব সংশোধনী আইন কে কেন্দ্র করে রাজ্যে যে বিশৃঙ্খলার পরিবেশ দেখা দিয়েছে তার জন্য বিভিন্ন জেলায় নেট বন্ধ করা হচ্ছে। এবার সেই পরিস্থিতি নদীয়া জেলায়। জেলাশাসক বিভু গোয়েল জানিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত নদীয়া জেলায় নেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবাদের পর নদীয়ার কয়েক জায়গায় বিক্ষোভ এতোটাই তীব্র হয় যে টায়ার জ্বালানো আর এবং রাস্তা অবরোধ করার দৃশ্য দেখা যায়। তারপরে কেন ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় তা জানানো হয়নি।

Advertisement
Advertisement

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হাওড়ার উলুবেড়িয়ায় যে অশান্তকর পরিবেশের সৃষ্টি হয়েছিল তারপর টানা চারদিন হাওড়ায় নেট বন্ধ ছিল,যা বৃহস্পতিবার বিকেল থেকে চালু হয়। কিন্তু আবার তা কয়েক ঘণ্টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়। দক্ষিণ ২৪ পরগনার বারাসাত মহকুমা, বসিরহাট মহকুমা, বারুইপুর, ক্যানিং মহকুমা তেও ব্যাহত হয় ইন্টারনেট পরিষেবা।

Advertisement

আর পড়ুন : জাকিয়ে শীত কলকাতায়, ১০ ডিগ্রীর নিচে নামল পারদ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের শান্ত ও সংযত হওয়ার কথা বলেছেন। বিবৃতি অনুযায়ী কিছু বহিরাগত ভাবে জড়িয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি করছে যার কারনে হিংসার এই পরিবেশকে বন্ধ করার জন্য সরকারকে কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ করতে হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় বন্ধ থাকায় ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button