নিউজপলিটিক্সরাজ্য

“মুখ্যমন্ত্রী পরিবর্তন প্রধান উদ্দেশ্য নয়, প্রধান উদ্দেশ্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের আটকানো”, বক্তব্য শাহের 

Advertisement
Advertisement

লোকসভা নির্বাচনেও বাংলায় অনুপ্রবেশ কৌশল নিয়েছিল গেরুয়া শিবির। আগামী ২০২১ এর বিধানসভা ভোটের আগেও সেই একই বিষয় ধরে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এইদিন তিনি বলেন,” বিধানসভা ভোটে তৃণমূলের সরকার কে হারানো নিছক কোনও পরিবর্তন হবেনা, পরিবর্তন হবে অনুপ্রবেশকারীদের আটকানো টা।

Advertisement
Advertisement

রবিবার বোলপুরের ডাকবাংলো মোড় থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। দেড় কিলোমিটারের কম রাস্তা যেতেই সময় লেগে গেছে প্রায় ১ ঘণ্টা। বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে রীতিমতো নিজেদের শক্তি দেখায় বিজেপি। চারিদিকে দেখা যায় গেরুয়া পতাকা। সাথে ছিল গেরুয়া বেলুনও। স্থানীয় জনতা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলিতে থেকেও অসংখ্য মানুষ এসেছেন বলে খবর সূত্রের। রাস্তার পেশের বাড়ির ছাদ, জানলা, বারান্দায় ছিল বহু জনতার মুখ। তবে এই রোড শো এর প্রভাব দেখা যাবে আগামী সময়ে। শক্তি প্রদর্শনে রীতিমতো স্বস্তি পেয়েছেন বাংলার গেরুয়া শিবিরের নেতারা।

Advertisement

তবে রোড শো এর শেষে সেই মেজাজ বদলাতে দেখা গিয়েছে আক্রমণাত্মক ভঙ্গিমায়। তাদের দাবী, যা ভিড় হয়েছে, তা থেকে তারা নিশ্চিত যে ২০২১ এ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার গড়বে পদ্মশিবির। সাথে এইদিন অমিত শাহ বলেন,”মুখ্যমন্ত্রী বদলানো টা কোনও পরিবর্তন না। তৃণমূল কংগ্রেসের বদলে বিজেপি সরকার গঠন আমাদের প্রধান উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য বাংলার উন্নয়নের পরিবর্তন করা, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই পরিবর্তনের জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের আটকাতে হবে। এটা হবে পরিবর্তন।”

Advertisement
Advertisement

অন্যদিকে এইদিন বিজেপির বিরুদ্ধে সাংবাদিক বৈঠকে অভিযোগ তুলেছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তার বক্তব্য,”কবিগুরুকে অপমান করেছে বিজেপি। ছোট করা হচ্ছে মনীষীদের। বাইরের লোকের এমন অপমান মেনে নেওয়া যায়না।”

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি বিশ্বভারতীর ক্যাম্পাসের প্রবেশপথে চোখ পড়ে অমিত শাহকে নিয়ে একটি রাজনৈতিক পোস্টার। কবিগুরু রবীন্দ্রনাথের মুখের আদলে ছিল সেখানে ক্যালিগ্রাফিও। আর তার ওপরে দেখা গিয়েছে অমিত শাহের ছবি। এই পোস্টারকে ঘিরে উঠেছে সমালোচনার ঝড়। বোলপুরের বিজেপি নেতা অনুপম হাজরা এই বিষয়ে জানিয়েছেন,’আমি এখন বোলপুরে নেই। কে বা কারা এমন কাজ করেছ জানিনা। তবে এটি তৃণমূলের পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। আমি শান্তিনিকেতনে পৌঁছেই পদক্ষেপ নেব।” কবিগুরুর ওপরে শাহের ছবি কীভাবে? এই প্রশ্ন তুলেছে শাসক শিবির।

Advertisement

Related Articles

Back to top button