খেলাক্রিকেট

ফের আঘাত মুম্বাই শিবিরে, জোফরা আর্চারের পর এবার এই বিধ্বংসী ব্যাটসম্যানকে পাবে না মুম্বাই

Advertisement
Advertisement

আইপিএলের সবচেয়ে সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স আবারও একটি বড় ধাক্কা খেলো আইপিএলের মেগা আসর শুরু হওয়ার কয়েকদিন আগে। আইপিএলের মেগা অকশন থেকে ৮ কোটি টাকা ব্যয় করে কেনা জোফরা আর্চার খেলবেন না এবারের পুরো আইপিএলের আসর। এবার রিটার্ন করা ক্রিকেটারকেও টুর্নামেন্টের প্রথম ম্যাচে নাও পেতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। জানা গেছে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ নাও খেলতে পারেন সূর্য কুমার যাদব। সূর্য এখনও তাঁর বুড়ো আঙুলের হেয়ারলাইন ফ্র্যাক্চার সারিয়ে উঠতে পারেননি। এই চোটের জন্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজও খেলতে পারেননি সূর্যকুমার।

Advertisement
Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক উচ্চতম কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানিয়েছেন, সূর্য কুমার যাদব বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে রয়েছেন। নিজেকে ১০০ শতাংশ ফিট করে তুলতে দিনরাত্রি পরিশ্রম করছেন সূর্য কুমার যাদব। তবে ২৭ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের সেরা একাদশে নাও থাকতে পারেন সূর্য কুমার যাদব। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন সূর্য।

Advertisement

২রা এপ্রিল রাজস্থান রয়েলসের বিরুদ্ধে মাঠে নামতে পারেন সূর্য কুমার যাদব। প্রসঙ্গত, এই বছর মুম্বই তাঁকে ৪ কোটি অর্থব্যায় করে নিজেদের দলেই ধরে রেখেছে। সূর্য কুমার যাদবের ব্যাপারে বলতে গিয়ে বোর্ড কর্মকর্তা বলেন,’আমি মনে করি ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে না খেলার জন্য পরামর্শ দিতে পারেন সূর্য কুমার যাদবকে। সে ক্ষেত্রে তিনি দ্বিতীয় ম্যাচে নামার আগে বেশ কিছু সময় পেয়ে যাবেন নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে। প্রথম ম্যাচ না খেলাটা হতে পারে আইপিএলের বিশেষ অংশে এসে নিজেকে বিধ্বংসী ভাবে উপস্থাপন করার একটি পরিকল্পনা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button