খেলানিউজফুটবল

খেলার শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করে জয় মুম্বই সিটি এফসির

Advertisement
Advertisement

চলতি আইএসএল মরশুমের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়ে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে দুর্দান্ত গোলে এফসি গোয়াকে হারিয়ে জয়ে ফিরেছে মুম্বই সিটি এফসি। দুই দলেরই এটি ছিল দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ বেঙ্গালুরু এফসির সঙ্গে ড্র করেছিল গোয়া। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেডের কাছে হার স্বীকার করতে হয়েছিল মুম্বইকে। তাই দুই দলের কাছেই বুধবারের ম্যাচ ছিল জয়ে ফেরার ম্যাচ। আর সেই জয়ে ফিরতে সক্ষম হয়েছে ফার্নান্ডোর ছেলেরা। কিন্তু ব্যর্থ হয়ে হারে মুখ দেখে মাঠ ছাড়তে হয়েছে এফসি গোয়ার ফুটবলারদের।

Advertisement
Advertisement

Advertisement

প্রথমার্ধের শুরুতেই এফসি গোয়ার রেডিম ত্লাং বল নিয়ে এগিয়ে গিয়ে একটি ভাল সুযোগ পেলেও মুম্বইয়ের আমে রানাওয়াদের ডিফেন্স তাঁকে মাঝ পথেই আটকে দেয়। এরপরই মুম্বইয়ের মন্দার রাও দেসাই গোলের চেষ্টায় এগিয়ে গেলেও গোয়ার ডিফেন্স তাঁর পথে বাধা হয়ে ওঠে। ম্যাচে এগিয়ে থাকার লড়াইয়ে আলবার্তো নোগুয়েরা গোলের জন্য পাস দেওয়ার চেষ্টা করলেও তিনি পাসটি ভুলভাবে প্রতিস্থাপন করেন। তবে লেনি রডরিগ্স তাঁর পাস দেওয়া বলটি গোলের থেকে অনেকটাই বাইরে ছিল। এর মধ্যেই সার্থক গোলুইয়ের গোলের কাছে বিপজ্জনকভাবে খেলার জন্য হলুদ কার্ড দেখেন। এরপর আবারও মুম্বাই সিটি এফসির হুগো বোমোসকে মাঠে বিপজ্জনকভাবে আটকানোর জন্য রেফারি এফসি গোয়ার সিরিটন ফার্নান্দিসকে হলুদ কার্ড দেখান। প্রথমার্ধের শেষের দিকে এফসি গোয়ার রিডিম তেলং রেফারির দ্বারা লাল কার্ড দেখেন। মাঠে তেলং মুম্বই সিটির হার্নান সান্টানাকে আহত করায় রেফারি এই সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি। প্রথমার্ধের শেষ পর্যন্ত দুই দল বারবার আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করলেও কোনও দলই গোলের মুখ দেখেনি।

Advertisement
Advertisement

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোয়ার ইগর অ্যাঙ্গুলো মিডফিল্ডে পাওয়া বল নিয়ে একাই এগিয়ে এসে শট নেন। কিন্তু বলটি লক্ষ্য ছাড়িয়ে বেড়িয়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ গোল হাতছাড়া করে গোয়া। আবারও এডু বেদিয়া গোলের উদ্দেশ্য শট নিলেও মুম্বইয়ের গোলরক্ষক আমরিন্দর সিং তা সহজেই আটকে নেন। এর মাঝেই রোমারিও জেসুরাজের পরিবর্তে মাঠে নামেন সিমিনলেন ডাউঞ্জেল। এর মধ্যেই ম্যাচে আলবার্তো নোগুয়কে ভয়ঙ্করভাবে মোকাবিলার জন্য অ্যামেরি রানওয়াদেকে রেফারি হলুদ কার্ড দেখান। ম্যাচের দ্বিতীয়ার্ধেও হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনও দলই গোল করতে সক্ষম হয়নি। নব্বই মিনিটের শেষে পাঁচ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হলে, অতিরিক্ত পাঁচ মিনিটের মাথায় পেনাল্টিতে অসাধারণ একটি গোল করে মুম্বইকে ম্যাচে এগিয়ে দেন অ্যাডাম লে ফনড্রে। গোয়ার গোলরক্ষকের কাছে এই বল আটকানোর কোনও সুযোগই থাকে না। ফলে ম্যাচের নির্ধারিত সময়ের শেষে সহজ জয় ছিনিয়ে নেয় মুম্বই।

Advertisement

Related Articles

Back to top button