Today Trending Newsদেশনিউজ

চিনকে ঠেকাতে ভারতের পাশে একাধিক দেশ, অস্ত্র দিয়ে সাহায্য আমেরিকা, রাশিয়া, ইজরায়েল

Advertisement
Advertisement

অরূপ মাহাত: লাদাখের গালওয়ান উপত্যকায় মুখোমুখি সংঘাতে জড়িয়েছে ভারত ও চিনের সৈন্যরা। বেশ কিছুদিন ধরে যুদ্ধ পরিস্থিতি জারি রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সীমান্তে ক্রমাগত শক্তি বাড়িয়ে চলেছে চিনের সেনাবাহিনী। যেকোন মুহূর্তে যুদ্ধ বাধতে পারে। তাই নিজেদের প্রস্তুতিতে কোন খামতি রাখতে চাইছে না ভারত। এই কাজে ভারতের পাশে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছে ভারতের বিভিন্ন মিত্র দেশও। চিনের আগ্রাসন রুখতে আমেরিকা, রাশিয়া ও ইজরায়েলের মতো বন্ধু রাষ্ট্র পাশে দাঁড়িয়েছে ভারতের।

Advertisement
Advertisement

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপারের সঙ্গে কথা বলবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, টেলিফোনে মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা বলবেন রাজনাথ। এই ফোনালাপে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের আগ্রাসনের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। একইসঙ্গে জরুরি ভিত্তিতে কিছু সামরাস্ত্র ও রণ-সরঞ্জাম হস্তান্তর নিয়েও আলোচনা হতে চলেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর।

Advertisement

আজ, বুধবারই এসপারের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে রাজনাথের। জানা গেছে, এমার্জেন্সি রুটে ভারতকে ইতিমধ্যে “এক্সক্যালিবার” আর্টিলারি দিতে সম্মত হয়েছে আমেরিকা। ৪০ কিমি পাল্লার এই বিশেষ গোলাটি মার্কিন নির্মিত এম৭৭৭ আল্ট্রা লাইট হাউইৎজার সহ বিভিন্ন ধরনের কামানের সঙ্গেও ব্যবহার করা যাবে। অবশ্য, ভারত মূলত এম৭৭৭ আল্ট্রা লাইট হাউইৎজার কামান ব্যবহার করে থাকে। শুধু আমেরিকা নয়, চিনের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স, রাশিয়া, ইজরায়েল সহ একাধিক বন্ধু রাষ্ট্র। আধুনিক যুদ্ধ সরঞ্জাম জোগান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button