দেশনিউজ

ফেব্রুয়ারি মাসেই লঞ্চ হচ্ছে মোটোরোলার নতুন স্মার্টফোন, জেনে নিন, বিশেষত্ব কী কী আছে

Advertisement
Advertisement

ফেব্রুয়ারি (February) মাসে ভারতে (India) লঞ্চ হচ্ছে আরও একটি নতুন স্মার্টফোন (Smartphone)। মোট ই৭ পাওয়ার লঞ্চ হতে চলেছে আগামী ১৯ ফেব্রুয়ারি। জানা গিয়েছে, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে শক্তিশালী ব্যাটারিও থাকবে এই ফোনে। মোটো ই৭ পাওয়ারের ব্যাটারি 5000mAh। লেনোভো-র (Lenovo) মালিকানাধীন এই স্মার্টফোন আমজনতার বাজেট ফ্রেন্ডলি হতে চলেছে বলেই শোনা যাচ্ছে।

Advertisement
Advertisement

কী কী ফিচার থাকছে এই ফোনে?

Advertisement

● ৪জিবি এবং ৬৪জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে এই স্মার্টফোন। ফ্লিপকার্টে আগামী ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে এই ফোন কেনা যাবে। যদিও এখনও মোটোরোলা এই ফোনের সঠিক দাম জানায়নি।

Advertisement
Advertisement

● এই ফোনে থাকতে পারে ৬.৫ ইঞ্চি এইচডি (720×1,600 pixels) ডিসপ্লে। নিরাপত্তা এবং সুরক্ষার খাতিরে এই ফোনে থাকবে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

● এই ফোনে থাকবে অ্যানড্রয়েড ১০। যদিও এই ফোনে ঠিক কী কী ফিচার থাকবে তার বিস্তারিত বিবরণ দেয়নি সংস্থা।

● এছাড়াও এই ফোনে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকবে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি স্ন্যাপার এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। সেলফি এবং ভিডিয়ো চ্যাটের জন্য এই স্মার্টফোনে থাকবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট সেনসর।

Advertisement

Related Articles

Back to top button