নিউজরাজ্য

আরও ভয়ঙ্কর হিক্কা! জানেন এখন কোথায় অবস্থান করছে?

Advertisement
Advertisement

ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর ‘হিক্কা’, ঘূর্ণিঝড় ক্রমেই শক্তি বাড়াচ্ছে। মৌসমভবন সূত্রে খবর, ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইছে উপকূলবর্তী এলাকায় ‘হিক্কার’ দাপটে৷ আশঙ্কা করা হচ্ছে সর্বোচ্চ গতিবেগ ৮০ কিমি/ঘণ্টা পর্যন্ত। হিক্কার দাপট এদেশে অনুভূত হচ্ছে আরব সাগরে ক্রমেই পশ্চিম দিকে ওমানের দিকে সরে গেলেও।

Advertisement
Advertisement

আজকের থেকে আরও শক্তি বাড়িয়ে আগামীকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড় হিক্কার ওমানের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ‘হিক্কার’ অবস্থান ওমানের মাসিরাহ থেকে ২২০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে এবং পাকিস্তানের করাচি থেকে ৮২০ কিমি পশ্চিম-দক্ষিণপশ্চিমে। এরকম গভীর দুর্যোগে মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘণ্টা সমুদ্রে যেতে নিষেধ করা করা হয়েছে। জারি হয়েছে রেড অ্যালার্ট।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button