নিউজরাজ্য

বাংলায় আজই ঢুকছে বর্ষা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু প্রবল বৃষ্টি

Advertisement
Advertisement

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজই পশ্চিমবঙ্গে ঢুকতে পারে বর্ষা। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই মৌসুমী বায়ু বাংলাদেশ হয়ে অসম পর্যন্ত চলে গিয়েছে। শুধু তাই নয় ছত্রিশগড় ও ওড়িশাতেই বর্ষা ঢুকে পড়েছে। বাংলায় বর্ষা আসতে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উপকূলের খুব কাছাকাছি চলে আসায় আজ গোটা রাজ্য জুড়ে মেঘের ঘনঘটা রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা গিয়েছে বিভিন্ন এলাকায়।

Advertisement
Advertisement

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেড়ে হয় ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এছাড়া বাতাসে আর্দ্রতার পরিমাণ হয় ৮১-৯৪ শতাংশ। আর্দ্রতার কারণে আজ অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে।

Advertisement

অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং অন্যান্য জেলাতে। এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সাথে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

Advertisement
Advertisement

আরও জানা গিয়েছে যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক উপকূলে৷ এছাড়াও তেলেঙ্গানা, বিদর্ভ, কঙ্কণ, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র এবং ওড়িশায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য যেমন- অরুণাচল প্রদেশ, অসম, , মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরাতে হতে পারে ভারী বৃষ্টি।

Advertisement

Related Articles

Back to top button