ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Vastu Tips: মানিপ্লান্ট থেকে কোন সুবিধা হচ্ছে না? এই কাজ করলেই হাতে আসবে লাখ লাখ টাকা

জানুন মানিপ্লান্ট রাখার সঠিক নিয়মকানুন

Advertisement
Advertisement

বাড়িতে অর্থ আগমনের জন্য অনেকেই বাড়িতে মানিপ্লান্ট লাগিয়ে থাকেন। এই গাছটিকে খুবই শুভ বলে মনে করা হয়। শুধুমাত্র টাকা আসার জন্য নয় এই গাছটি ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। বাড়িতে এই গাছ লাগালে নেতিবাচকতা দূর হয় এবং ইতিবাচক শক্তি বাড়িতে সঞ্চারিত হয় বলে বিশ্বাস করেন অনেকে। বাস্তুশাস্ত্রে মানিপ্লান্ট সংক্রান্ত বেশকিছু নিয়ম এমন রয়েছে যেগুলি মেনে চললে আপনার বাড়িতে লাখ লাখ টাকা আসবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই পদ্ধতি গুলি কি কি।

Advertisement
Advertisement

কোন দিকে লাগাবেন গাছ?

Advertisement

মানিপ্লান্ট সবসময় বাড়ির দক্ষিণ দিকে লাগাবেন। কখনো উত্তর কিংবা পূর্ব দিকে মানিপ্লান্ট সেট করবেন না। মানিপ্লান্ট কখনোই প্লাস্টিকের পাত্র বা প্লাস্টিকের বোতলের মধ্যে লাগাবেন না। বরং সবুজ রঙের কাচের বোতল অথবা একটি মাটির পাত্রে মানিপ্লান্ট রাখুন।

Advertisement
Advertisement

জল

মানিপ্ল্যান্ট এর গাছ কখনো মাটিতে লুটিয়ে পরতে দেবেন না। সব সময় এই গাছটিকে উপর দিকে তুলে রাখুন অথবা এই গাছটিকে ঝুলিয়ে রাখুন। প্রতি শুক্রবার এই গাছে কাঁচা দুধ মিশ্রিত জল ঢালুন। এরকম করলে আপনার উপরে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়বে।

সুতো

মানিপ্ল্যান্টের গাছের উপরে লাল রঙের রিবন অথবা একটি লাল রঙের রেশমের সুতো বাঁধতে পারেন। এরকম করলে আপনি আপনার ক্যারিয়ারে উন্নতি করতে পারবেন এবং তার সাথেই প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনি। চাকরি অথবা ব্যবসার ক্ষেত্রে সমস্ত বাধা-বিপত্তি দূর হয়ে যাবে এই একটি কাজ করলেই।

Advertisement

Related Articles

Back to top button