টলিউডবিনোদনভাইরাল & ভিডিও

টলি নায়িকা মনামীর লাস্যময়ী নাচ, কোমড় দুলিয়ে ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়

Advertisement
Advertisement

ইদানিং অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। লকডাউনের সময় থেকেই মনামী নিজের ইউটিউব চ্যানেলে প্রচুর ডান্স ভিডিও শেয়ার করছেন। সম্প্রতি বলিউড ফিল্ম ‘জুয়েল থিফ’-এর বিখ্যাত গান ‘হোঁটো মে অ্যায়সি বাত’-এর সঙ্গে লাস‍্যময়ী ডান্স ভিডিও শেয়ার করলেন মনামী। তবে এই গানের সঙ্গে কিছু স্টেপ এক রেখে অধিকাংশটাই মনামী নিজেই কোরিওগ্রাফ করেছেন। ভিডিওতে মনামীর পরনে রয়েছে কমলা রঙের লং ঘাগরা স্কার্ট ও কালো রঙের ক্রপ টপ। বানজারা লুক ক্রিয়েট করার জন্য মনামী পরেছেন ফিউশন জুয়েলারী। মনামীর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিছুদিন আগেও মনামী নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে সলমন খান (salman khan)অভিনীত মুভি ‘দাবাং’ -এর ‘চোরি কিয়া রে জিয়া’ গানের সঙ্গে একটি ইন্সটাগ্রাম রিল শেয়ার করেছেন। এই রিলে মনামীর পারফরম্যান্স নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। এই ইন্সটাগ্রাম রিলে মনামীর পরনে রয়েছে সাদা কুর্তি, চশমা, ছোট দুল। মনামীর এই লুক দর্শকদের মন জয় করতে পেরেছে। এই কারণে মনামীর ইন্সটাগ্রাম রিলটি যথেষ্ট ভাইরাল হয়েছে। রিলটি দেখে অনায়াসেই বোঝা যাচ্ছে মনামীর জীবনের সবচেয়ে বড় প্রেম হলো তাঁর নাচ। নাচের প্রতি তাঁর এই ভালোবাসা মনামী কারোর সাথে কোনদিন ভাগ করে নিতে পারবেন না।

Advertisement
Advertisement

কিছুদিন আগে মনামী সাদা-কালো পোশাকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে। সেই ছবিগুলির মধ্যে একটি ছবিতে মনামীর পরনে ছিল কালো রঙের লং স্কার্টের সঙ্গে সাদা-কালো লম্বা শার্ট। কিন্তু ফ্যাশন ডিজাইনাররা মনামীর ড্রেসের এই কম্বিনেশনকে পছন্দ করেননি। তবে মনামী বরাবর সবচেয়ে বেশি প্রশংসনীয় হয়েছেন ঘরোয়া সাজে। প্রকৃতপক্ষে অভিনয় জীবনের শুরু থেকেই মনামীকে দর্শকরা ঘরোয়া রূপে পাশের বাড়ির মেয়ে হিসাবেই গ্রহণ করেছেন। ফলে মনামী হঠাৎ নতুন ধরনের লুক ট্রাই করলে অনেক সময় তাঁকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। তবে সেইসব সমালোচনায় কান না দিয়ে মনামী নিজের মতো এগিয়ে চলেছেন।

Advertisement

গত বছর শেষ হয়েছে মনামী অভিনীত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ইরাবতীর চুপকথা’। গত বছর পুজোর সময় রিলিজ করেছে টলি ও টেলি টাউনের অভিনেত্রীদের নিয়ে তৈরি দুর্গাপূজার থিম মিউজিক ভিডিও ‘দুগ্গা এলো’। এই মিউজিক ভিডিওয় মনামী একজন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন। মিউজিক ভিডিওটি ইউটিউবে ওয়ান মিলিয়ন ভিউয়ার ছাড়িয়ে গিয়েছে। এছাড়া কিছুদিন আগে মনামী ‘দুগ্গা এলো’র মেকিং ভিডিও শেয়ার করেছিলেন নিজের ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button