বিনোদনবলিউডভোজপুরি

Bhojpuri Video: কখনও বেডরুমে আবার কখনও টেবিলে, চুটিয়ে রোম্যান্স করছেন নিরহুয়া ও মোনালিসা

ভোজপুরি মিউজিক ভিডিওগুলি ইউটিউবে সুপার ট্রেন্ডিং হয়ে ওঠে

×
Advertisement

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। তাঁদের কিলার এক্সপ্রেশনের ফ্যান লক্ষ লক্ষ মানুষ। এই তালিকার মধ্যেই রয়েছেন ভোজপুরি হট অভিনেত্রী মোনালিসা।

Advertisements
Advertisement

বেশিরভাগ সময় এই ভোজপুরি মিউজিক ভিডিওগুলি ইউটিউবে সুপার ট্রেন্ডিং হয়ে ওঠে। এক একটি ভিডিওতে লাইক ও কমেন্ট এর সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য আপনার। সেরকমই বিভিন্ন ভাইরাল ভিডিওতে নিজের উজ্জ্বল উপস্থিতি দিয়েছেন ভোজপুরী অভিনেত্রী মোনালিসা। সম্প্রতি একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যাতে কিলার এক্সপ্রেশন দিয়ে ব্যাপক নাচ করেছেন অভিনেত্রী মোনালিসা।

Advertisements

ভোজপুরি অভিনেত্রী মোনালিসা এবার কাজ করেছেন দীনেশ লাল যাদব ওরফে নীরাহুয়ার সাথে। ব্যাপক ভাইরাল হয়েছে তাদের সদ্যমুক্তি পাওয়া ভোজপুরি গানের ভিডিও, ‘সুনো পিয়া বহোঁ মে আও না’। নীরাহুয়া এবার আম্ভ্রপালি বা অক্ষরাকে ছেড়ে মোনালিসার সাথে তুমুল নাচ করেছে। গানে মোনালিসাকে বেশ বোল্ড দেখাচ্ছে। যিনি শাড়ি থেকে শুরু করে শর্ট ড্রেসে তার বোল্ড রূপ দেখিয়েছেন। আপনি এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button