সৌন্দর্যজীবনযাপন

গরমে মুখ ধোয়ার সময় জলের সাথে ব্যাবহার করুন এই বিশেষ জিনিস, বাড়বে উজ্জ্বলতা

Advertisement
Advertisement

গরমের দিনে আমরা রোদ, ধুলো দূষণের মুখোমুখি বেশি হয়। এর সাথে পুরো যোগ দেয় আমাদের ঘাম, যা আমাদের সমস্যাগুলো দ্বিগুণ বাড়িয়ে তুলে। এই সব থেকে বাচতে আমরা বার বার মুখ ধুই গরমের দিনে। কিন্তু ধুয়ার পদ্ধতি ও কিছু টিপস মেনে চললে আপনি গরমেও নিজের মুখের উজ্জ্বলতা ও নমনীয় ভাব বজায় রাখতে সক্ষম হবেন।

Advertisement
Advertisement

১) গরম বারার সাথে সাথে আমাদের চামড়া অত্যাধিক ঘাম তৈরি করতে থাকে, এর জন্যে অনেকেই দিনে অনেক বার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে থাকেন। তারা মনে করেন এতে তৈলাক্ত ভাব কমবে কিন্তু ফল হয় উল্টো। যত বার আপনি ফেসওয়াশ ব্যাবহার করবেন স্কিন তত বেশি রুক্ষ হয়, এবং সেবাম তৈরি করে তার জন্যে বেশি তৈলাক্ত হয়ে পরে। তার শুধু জল দিয়ে দু থেকে তিন বার মুখ ধুবেন দিনে।

Advertisement

২) যখন আপনি ফেসওয়াশ দিয়ে মুখ ধূবেন তারপরেই মুখে মৈষ্টুরিজ ও সানস্ক্রিম (যদি বাইরে যান) লাগাবেন। এই দুটো জিনিস আপনার মুখের ত্বকের পুষ্ঠির খেয়াল রাখবে ও শুষ্কতার থেকে রক্ষা করবে।

Advertisement
Advertisement

৩) গরমে আমাদের হাত অন্য অঙ্গের মতেই ঘেমে যায়। এই ঘেমে থাকা হাথ মুখে লাগাবেন না। এই ঘেমে থাকা হাত মুখে লাগালে , ত্বকে ইরিটেশনের ও রাশেস এর সমস্যা হতে পারে। এর ফলে অতিরিক্ত সেবাম তৈরির জন্যে পিম্প্লে ও হতে পারে। তাই এই কার্য থেকে বিরত থাকুন।

৪) আপনি রাতে সুতে যাবার আগে মনে করে মুখ ধুয়ে নেবেন। টোনার লাগতে পারলে খুব এ ভালো, এটি আপনার মুখের রং সবোত্র একই রকম বজায় রাখবে, কোথাও কোনো দাগ ছোপ থাকলে কমিয়ে দেবে। এর পরেই সেরাম বা মঈশ্চার্জের ব্যাবহার করুন এটি সারা রত আপনার ত্বকের পুষ্টির খেয়াল রাখবে। সকালে উঠে একটি ফ্রেশ ও আর্দ্র মুখ উপহার দেবে আপনাকে।

Advertisement

Related Articles

Back to top button