দেশনিউজ

বড় উপহার কেন্দ্রীয় সরকারের! বিনামূল্যে ৩ বছরে ৭৫ লাখ এলপিজি সংযোগ দিচ্ছে মোদী সরকার

উজ্জ্বলা যোজনায় সুবিধাভোগীর সংখ্যা বেড়ে ১০.৩৫ কোটি হয়েছে

×
Advertisement

রাখি বন্ধনের আগের দিন দেশের কোটি কোটি মানুষকে বড় উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে জর্জরিত দেশবাসীকে সামান্য শান্তির বার্তা শুনিয়েছিলেন তিনি। ২০০ টাকা করে এলপিজি গ্যাস সিলিন্ডারে দাম কমানোর কথা ঘোষণা করা হয়েছিল। এরমধ্যে আবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এলপিজি সংযোগ প্রসঙ্গ নিয়ে একটি বড় ঘোষণা করেছেন। কি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisements
Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি জানিয়েছে যে মোদী সরকার উজ্জ্বলা যোজনার প্রসার ঘটাতে চায়। তাই আগামী ৩ বছরে বিনামূল্যে আরও ৭৫ লাখ এলপিজি সংযোগ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রের সরকার। এরসাথে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে বর্তমানে উজ্জ্বলা যোজনায় সুবিধাভোগীর সংখ্যা বেড়ে ১০.৩৫ কোটি হবে। এরজন্য মোট ১৬৫০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করা হবে।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য, উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় পরিবারের সকল মহিলাকে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়। ২০১৬ সালে শুরু হয় এই প্রকল্প। এবার এর প্রসার করতে আগামী ৩ বছরের মধ্যে আরও ৭৫ লাখ এলপিজি গ্যাসের সংযোগ দেওয়া হবে বিনামূল্যে। এছাড়াও এদিন কেন্দ্রীয় মন্ত্রী আরও ঘোষণা করে বলেছেন যে ৭ হাজার ২১০ টাকা মূল্যের ই-কোর্ট মোড প্রকল্প ৩য় প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর লক্ষ্য অনলাইন এবং কাগজবিহীন আদালত প্রতিষ্ঠা করা। এরপর বিচার ব্যবস্থা আরও স্বচ্ছ হবে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button