দেশনিউজপলিটিক্সরাজ্য

ফের এক মঞ্চে আসতে পারেন মোদি-মমতা, ভিক্টোরিয়া ঘটনার পুনরাবৃত্তি হবে না তো?

Advertisement
Advertisement

নয়াদিল্লি: ভিক্টোরিয়ার ঘটনা ভুলে কি একমঞ্চে মোদি-মমতা, নজরে ৬!  লক্ষ্য আসন্ন নির্বাচনে (Election) বাংলায় পরিবর্তন যাত্রা, সেই কর্মসূচিতে আগামী ৬ তারিখই বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সেই একই কর্মসূচিতে ১১ তারিখ উত্তরবঙ্গে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ (Amit Shah)। কোচবিহার থেকে বাংলার পরিবর্তনের জয়যাত্রা করবেন তিনি। এর মধ্যেই আগামী ৬ তারিখ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে তাঁর এই সফর একেবারেই রাজনৈতিক নয়।

Advertisement
Advertisement

একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাসের উদ্বোধনে একরকম ঝটিকা সফরেই আসছেন মোদি। প্রধানমন্ত্রীর এই সফরে আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী, মমতা বন্দোপাধ্যায়। তবে মোদির এই সফরে কী একমঞ্চে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে! তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চলছে জল্পনা। ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি কাণ্ড ভুলে কী মোদি-মমতাকে একমঞ্চে দেখা যাবে? তা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর তরজা।

Advertisement

প্রসঙ্গত গত ২৩ জানুয়ারি কেন্দ্রীয় সরকার আয়োজিত ভিক্টোরিয়ার নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে মোদী-মমতাকে পাশাপাশি দেখা গেলেও তাঁর ছন্দ পতন হয়েছিল । মমতা ভাষণ দিতে উঠতেই তাঁকে লক্ষ্য করে ‘জয় শ্রী রাম’ ধ্বনি ওঠে।   ক্ষুব্ধ মমতা সেদিন পোডিয়ামের সামনে দাঁড়িয়ে প্রথমেই হিন্দিতে বলেছিলে, ‘‘আমার মনে হয়, সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিত। এটা কোনও রাজনৈতিক দলের কর্মসূচি নয়। এটা সমস্ত দলেরই কর্মসূচি। জনতার কর্মসূচি।“ সেদিন  প্রতিবাদ জানিয়ে আর কোনও বক্তব্যই রাখেননি মুখ্যমন্ত্রী। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে অনেক জলঘোলা হয়েছে। তারপর রাজ্যে ফের সরকারি অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী।  প্রটোকল মেনে যেখানে থাকার কথা মুখ্যমন্ত্রীরও। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন হলদিয়ার অনুষ্ঠানে থাকছেন কিনা তা এখনও স্পষ্ট করেনি নবান্ন।

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তাঁর ঝটিকা সফরে শিলান্যাস করবেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে এলপিজি টার্মিনালের। এই প্রজেক্টের জন্য খরচ হয়েছে ১,১০০ কোটি টাকা। উজ্জ্বলা যোজনায় গ্যাস পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতেই এই এলপিজি টার্মিনাল তৈরি করা হয়েছে। সেই সঙ্গে আত্মনিভর ভারত মিশনে হলদিয়া পেট্রোলিয়াম এক হাজার কোটি টাকা ব্যয়ে একটি কারখানা তৈরি করছে, যেখানে লুব্রিক্যান্ট বেস তৈল তৈরি হবে, তারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পেট্রোলিয়াম মন্ত্রকের এই দুটি প্রকল্পের পাশাপাশি  সড়ক পরিবহন মন্ত্রকের আওতায় একটি সড়ক প্রকল্পেরও  শিলান্যাস হবে। ইউরিয়া গঙ্গা প্রকল্পের আওতায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহেরও সূচনা করবেন মোদী। এই প্রকল্পটির জন্য ব্যয় হচ্ছে ২,৪৩৩ কোটি টাকা। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯০ কোটি টাকায়  ব্যয়ে হালদিয়া রাঁচি  চার লেনের ফ্লাইওভারেরও  সূচনা করবেন।

Advertisement

Related Articles

Back to top button