বলিউডবিনোদন

রুশ অভিনেত্রীর সঙ্গে হোটেলের রুমে ছিলেন মিঠুন চক্রবর্তী, তাঁর স্ত্রী যোগিতা বালি রুমে দেখে ফেলেছেন, তারপর যা হয়েছে…

×
Advertisement

মিঠুন চক্রবর্তী বলিউডের পাশাপাশি টলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেতা। সেই শুরুর সময় থেকে প্রায় ৪৭ বছর ধরে বলিউডের পাশাপাশি টলিউডেও নিজের জনপ্রিয়তা কায়েম রেখেছেন এই অভিনেতা। বহু হিট ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। তার এক ঝলক পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকতেন তার অগণিত ভক্তমহল। একটা সময়ে রাশিয়ায় তার অগণিত ভক্ত ছিল। অবশ্য এই কথা আর আলাদাভাবে বলার দরকার নেই। কারণ একথা কারোরই অজানা নয়। আর অভিনেতাও একাধিকবার একাধিক সাক্ষাৎকারে সেকথা নিজেই স্বীকার করে নিয়েছেন।

Advertisements
Advertisement

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ১৯৯১ সালে ‘শিকার’ ছবির শুটিংয়ের সময় এক রুশিয়ান অভিনেত্রীর সাথে আলাপ হয়েছিল মিঠুন চক্রবর্তীর। সেইসময় থেকেই অভিনেতার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছিলেন তিনি। বলাই বাহুল্য, ঐ সময়ে নিজের কেরিয়ারের সাফলতার শিখরে ছিলেন অভিনেতা। খুব স্বাভাবিকভাবেই সবমিলিয়ে সেইসময় অভিনেতার প্রতি আকর্ষিত হয়েছিলেন ঐ রুশিয়ান অভিনেত্রী। কারণে অকারণে অভিনেতার সাথে দেখা করতে চাইতেন তিনি। তবে বিবাহিত মিঠুন চক্রবর্তী বারবার তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তিনি মানতে চাননি। পরে একদিন তাকে সবটা বুঝিয়ে বলার জন্য খাবার আমন্ত্রণ জানিয়ে এক পাঁচতারা হোটেলে ডেকেছিলেন মিঠুন। উল্লেখ্য, এদিন নিজের বেশ কয়েকজন বন্ধুকেও সাথে নিয়ে গিয়েছিলেন অভিনেতা।

Advertisements

পরে যখন অভিনেতা সেই হোটেলে গিয়ে পৌঁছান তখন ঘটেছিল আরো এক বিপত্তি। ঐ হোটেলের ঘরে রুশিয়ান অভিনেত্রীর সাথে দেখা করতে গিয়েই চমকে ওঠেন অভিনেতা। এদিন সেই হোটেলেই কোনভাবে উপস্থিত হয়েছিলেন তার স্ত্রী যোগিতা বালি, যা দেখে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন তিনি। ঐদিন ঐ রুশিয়ান অভিনেত্রীর সাথে অভিনেতাকে দেখে ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছিলেন যোগিতা বালি। তাদের একসাথে দেখা মাত্রই তৎক্ষণাৎ সেই স্থান ছেড়ে বেরিয়ে যান তিনি। অনেক বুঝিয়েও তাকে সবটা বোঝানো যাচ্ছিল না। অভিনেতার পাশাপাশি তার বন্ধুরাও বোঝাতে অক্ষম হয়েছিলেন। শেষপর্যন্ত যোগিতা বালির কাছে অভিনেতা প্রতিজ্ঞাবদ্ধ হন তিনি আর কখনো এমন কারোর সাথেই দেখা করবেন না। সম্প্রতি পুনরায় এই ঘটনা চর্চিত মিডিয়ার পাতায়। আর সেই সূত্র ধরেই একাংশের মাঝে চর্চার আলোয় মিঠুন চক্রবর্তী ও যোগিতা বালি।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button